সপ্তাহে ১০০ কোটি টাকা পাবেন সাকিবরা!

ছবি:

আগামী ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) আসরে ক্রিকেটারদের প্রায় ৮০০ কোটি টাকা বেতন দেয়ার পরিকল্পনা করছে আইপিএল কর্তৃপক্ষ! বৃহস্পতিবার দিল্লিতে আইপিএল পরিচালনা কমিটির এক সভায় টুর্নামেন্টের বেতনসীমা বৃদ্ধি করে ৯৬ মিলিয়ন ডলার (প্রায় ৭৯১ কোটি টাকা) করার প্রস্তাব দেয়া হয়।
গত আসর থেকে এবারের আসরে যা ২০ ভাগ বেশি। এই প্রস্তাব বাস্তবায়ন হলে প্রত্যেক দল ক্রিকেটারদের পেছনে ১২ মিলিয়ন ডলার খরচ করতে পারবে। শুধু তাই নয়, ক্রিকেটারদের সর্বনিম্ন বেতনের সীমাও ঠিক করে দিয়েছে আইপিএল কমিটি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক দলকে অন্তত ৯ মিলিয়ন ডলার খরচ করতে হবে ক্রিকেটারদের পেছনে। অর্থাৎ সব কটি দল অন্তত ৭২ মিলিয়ন ডলার (৫৯৪ কোটি টাকা) খরচ করবে টুর্নামেন্টের জন্য। পাশাপাশি প্রতি সপ্তাহে খেলোয়াড়দের পেছনে দলগুলোর ব্যয় ধরা হয়েছে ১০০ কোটি টাকা!
মূলত এই সিদ্ধান্ত ক্রিকেটারদের কথা চিন্তা করেই নেয়া হয়েছে বলে জানিয়েছেন আইপিএলের চেয়ারম্যান রাজীব শুক্লা। তিনি বলেন, 'যে পরিবর্তনই আনা হচ্ছে, সব খেলোয়াড়ের কথা মাথায় রেখেই নেওয়া। খেলোয়াড়দের জন্য পুরস্কারের অঙ্কটাও বাড়ানোর কথা ভাবছি আমরা।'
আইপিএলের গত কয়েক আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামী আইপিএলেও তাঁকে একই দলে দেখা যেতে পারে। সেক্ষেত্রে তিনিও বিপুল পরিমাণ এই অর্থের অংশীদার হতে যাচ্ছেন।
উল্লেখ্য আইপিএল টুর্নামেন্টের প্রতিটি ম্যাচের মূল্য প্রায় ৮৫ লাখ ডলার। প্রতি আসরেই মোট ৬০টি ম্যাচ অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্টে। ৯৬ লাখ ডলার নিয়ে আইপিএলের থেকে এগিয়ে আছে ইংলিশ প্রিমিয়ার লিগ। তবে আইপিএলের জনপ্রিয়তা ও অর্থ যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে করে ইপিএলকেও হয়তো একদিন ছাড়িয়ে যাবে টুর্নামেন্টটি।