আশরাফুলের ভোট পাচ্ছেন পাইবাস

ছবি:

"আমরা টি-টুয়েন্টিতে বিশ্বকাপ পেতে পারি, এমন স্বপ্ন তিনি আমাদের দেখিয়েছিলেন মাত্র চার মাসেই। ঐ সময়ে সেটা আমাদের জন্য অনেক কঠিন ছিল। তারপরেও তার বিশ্বাস ছিল যে অন্তত টি-টুয়েন্টিতে আমরা ভালো করতে পারি। এই স্বপ্ন তিনি দেখাতেন," দেশের 'কোচের পরীক্ষা' দিয়ে যাওয়া রিচার্ড পাইবাসকে নিয়ে এমন মন্তব্য করেছেন বিশ্ব ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল।
আগের মেয়াদে (২০১২ সালে) পাইবাসের প্রিয় ছাত্র ছিলেন তিনি। তার মতে, এই ইংলিশ কোচ দেশের কোচ হয়ে দায়িত্ব পালন করলে উপকৃত হবে দেশের ক্রিকেট। কেননা আফ্রিকান বংশোদ্ভূত এই কোচ ক্রিকেটারদের খুঁটিনাটি বিষয় নিয়ে দারুণভাবে নাড়াচাড়া করেন। দুর্বলতার তথ্য উপাত্ত গুলো সঙ্গে করে নিয়েই আগান তিনি।
"উনার ক্রিকেটীয় জ্ঞান অনেক। একটা ব্যাটসম্যান টি-টুয়েন্টিতে ছয়-সাত নম্বরে নামলে তার স্ট্রাইক রেট কেমন হওয়া উচিত বা কিভাবে খেলা উচিত-- এরকম ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে ভাবতে দেখেছি আমি তাকে", তার ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করছিলেন আশরাফুল।

একই রকমের কথা বললেন জাতীয় দলের আরেক হারিয়ে যাওয়া ক্রিকেটার জুনায়েদ সিদ্দিকী। পাইবাসের পছন্দের ক্রিকেটার ছিলেন তিনিও। তার স্মৃতি রোমন্থন করতে গিয়ে বলেন,
"উনি (পাইবাস) হিসেব নিকেশ পছন্দ করেন অনেক। খেলার বিষয়ে তার জ্ঞান অসামান্য। আমাদের কার কোনটা শক্তির জায়গা বা দুর্বলতা কি সেটা তিনি আলাদা করে নোট করে রাখতেন।"
সূত্রঃ-যমুনা টিভি