promotional_ad

উপভোগের মন্ত্রে ধরা দিয়েছে সাফল্য, বিশ্বাস লিটনের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ দলের উইকেট উদযাপনের মুহূর্ত, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ
প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সাম্প্রতিক পারফরম্যান্সের সঙ্গে র‍্যাঙ্কিংয়ের অবস্থানের কারণেও এই সিরিজে বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে ছিল ক্যারিবীয়রা। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান চারে।

promotional_ad

আর বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। তাই এই সিরিজের পারফরম্যান্স বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি। সিরিজ জুড়েই দারুণ খেলেছেন বাংলাদেশের ব্যাটাররা। সৌম্য সরকার, শামীম হোসেন আলো ছড়িয়েছেন প্রথম দুই ম্যাচে। শেষ ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন জাকের। তার ৪১ বলে ৭২ রানের ইনিংসেই ১৮৯ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ।


এই লক্ষ্য তাড়া করতে নেমে ক্যারিবীয়রা থামে ১০৯ রানে। আর ৮০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই সিরিজে ছিলেন না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নেতৃত্ব পেয়ে বাংলাদেশকে দারুণ এক সিরিজ জয় উপহার দিয়েছেন লিটন দাস। সিরিজ শেষে লিটন জানালেন উপভোগের মন্ত্রেই ধরা দিয়েছে এই সাফল্য।


গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, 'যখন আমরা টেস্ট সিরিজটা শুরু করলাম। আমি ছিলাম আমরা কয়েকজন যারা ছিলাম... আমরা কিন্তু ভালো ক্রিকেট খেলেছি টেস্টেও। ওয়ানডে ফরম্যাটে দুর্ভাগ্যবসত আমরা জিততে পারিনি। আমরা কিন্তু ওয়ানডে ক্রিকেটেও খারাপ খেলিনি। ওই ধারাবাহিকতা কিন্তু সবার মাথায় ছিল। ভালো ক্রিকেট খেলেছি কিন্তু জয় পাচ্ছি না। এই বিশ্বাসটা সবার ভেতরেই ছিল।'


promotional_ad

নিজ তাগিদেই দলের ক্রিকেটাররা ভালো খেলেছেন জানিয়ে লিটন বলেন, 'অধিনায়ক হিসেবে আমি কখনই বলিনি সবাইকে যে উজাড় করে দিতে হবে। তারা খুবই ভালো দল। নিজেদের মাঠে যেকোনো দলকে যেকোনো দিন ধ্বংস করতে পারে। আমার বার্তা ছিল যাবো ক্রিকেটটা উপভোগ করবো। যেটা ফলাফলে ভূমিকা রাখবে। নিজের দায়িত্বটা পালন করার চেষ্টা করব।'


টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের টসের আগে লিটন আশা করে বলেছিলেন ১৮০ রান হবে। তবে ১৪৭ রান করে ৭ রানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে ১২৯ রান করে ২৭ রানে ম্যাচ জেতে টাইগাররা। তৃতীয় ম্যাচের উইকেট আগের দুই ম্যাচের তুলনায় ভালো ছিল বলে জানালেন লিটন। এমন উইকেটে বাংলাদেশের ব্যাটাররা যেভাবে খেলেছেন তার প্রশংসা করেছেন লিটন।


তিনি বলেছেন, 'একদিন দুইদিন মনে হয়েছে যে আমরা ব্যাটিংয়ে স্ট্রাগল করেছি। কিন্তু দুর্ভাগ্যবসত উইকেটটাই এমন ছিল যে সেখানে ব্যাটারদের জন্য কোনো সুবিধা ছিল না। আজকে যখন দেখলাম উইকেটটা খুব ভালো দেখুন আমাদের ব্যাটাররা কত ভালো একটা টোটাল দিয়েছে। আমাদের বোলাররা পুরো সিরিজ জুড়েই ভালো বোলিং করেছে। উইকেটের পেছন থেকে দেখে অনেক ভালো লাগছিল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball