promotional_ad

সুপার লিগে ভালো খেলে নজর কাড়তে চান আফিফ

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরেও খুলনা টাইগার্সের হয়ে খেলবেন আফিফ হোসেন। ড্রাফটের আগেই তারা এই অলরাউন্ডারকে রিটেইন করেছে। যদিও বিপিএলের শুরুর আগে রংপুর রাইডার্সের হয়ে খেলতে দেখা যাবে এই তারকা ক্রিকেটারকে।


গ্লোবাল সুপার লিগে এই দলটির হয়ে খেলতে দেখা যাবে আফিফকে। পাঁচ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে রংপুর। এরই মধ্যে তারা এই টুর্নামেন্টের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে। সেখানে ৯ দেশি ক্রিকেটারদের মধ্যে আছেন আফিফও।



promotional_ad

বৃহস্পতিবার থেকে মিরপুরের একাডেমি মাঠে গ্লোবাল সুপার লিগের জন্য অনুশীলন শুরু করেছে রংপুর। শুক্রবার অনুশীলনের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন আফিফ। সুপার লিগে খেলার সুযোগ করে দেয়ার জন্য রংপুরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।


এ প্রসঙ্গে আফিফ বলেন, ‘সেটা তো অবশ্যই থাকবে (নিজের গ্ল্যামার পাওয়ার সুযোগ)। রংপুর রাইডার্স আমাদের এরকম একটা সুযোগ করে দিচ্ছে। এরকম সুযোগ তো সবসময় আসে না। আশা থাকবে রংপুর রাইডার্সের হয়ে যেন ভালো করতে পারি।’


এই টুর্নামেন্টে ভালো করতে পারলে ভবিষ্যতে আরও বিভিন্ন টুর্নামেন্টে খেলার সুযোগ হবে বলে বিশ্বাস আফিফের। তিনি বলেন, ‘এরকম টুর্নামেন্ট অবশ্যই সবার জন্য ভালো সুযোগ। যেহেতু দেশের বাইরে খেলা, অবশ্যই বড় একটা সুযোগ। এরকম টুর্নামেন্টগুলোতে ভালো করতে পারলে ভবিষ্যতে আরও অন্যান্য টুর্নামেন্টে অবশ্যই সুযোগ আসবে।’



আগামী ২২ নভেম্বর গ্লোবাল সুপার লিগে অংশ নিতে গায়ানার উদ্দেশ্যে রওনা দেবে রংপুর। রংপুরের হয়ে খেলতে যাওয়া আফিফ হোসেন এ বছর এখনও জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারেননি। দলের কম্বিনেশন ও ফর্মের কারণে সুযোগ হয়নি তার।


যদিও জাতীয় দলের খেলা নিয়ে আপাতত চিন্তা করছেন না আফিফ। নিজের লক্ষ্য নিয়ে আফিফ বলেছেন, ‘আপাতত এত কিছু চিন্তা করছি না। আমরা টুর্নামেন্টে যেন ফাইনাল খেলতে পারি। ব্যক্তিগত লক্ষ্য বলতে তেমন কিছু নাই, দলের হয়ে সেরাটা দেওয়ার চেষ্টা করবো। ’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball