promotional_ad

ফাহিমার ঘূর্ণি ও শামীমার ব্যাটে অনায়াসে জিতল বাংলাদেশ ‘এ’

বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


৭২ রানের জুটিতে শ্রীলঙ্কা ‘এ’ দলকে বড় পুঁজির স্বপ্ন দেখিয়েছিলেন কৌশিনী নুথিয়াঙ্গা এবং নেথমি পূর্ণা। তবে ফাহিমা খাতুনের ৩ উইকেটে ধস নামে স্বাগতিক শিবিরে। ভালো শুরু পেলেও সত্য সন্দীপানির দলকে থামতে হয়েছে মাত্র ১১২ রানে। সহজ লক্ষ্য তাড়ায় শামীমা সুলতানার ৪৮ এবং সোবহানা মোস্তারির ২৮ রানের ইনিংসে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ ‘এ’ দল। প্রথম টি-টোয়েন্টিতে লঙ্কানদের হারিয়ে সিরিজে এগিয়ে গেল রাবেয়া খানরা।


পি সারা ওভালে ১১৩ রান তাড়ায় বাংলাদেশ ‘এ’ দারুণ শুরু এনে দেন দুই ওপেনার সাথী রানী এবং শামীমা। দারুণ ব্যাটিংয়ে সফরকারীদের এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তারা দুজন। ইনিংসের ষষ্ঠ ওভারে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙেন মালশা শেহানি। ২৯ বছর বয়সী লঙ্কান এই বোলারের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরেছেন সাথী।



promotional_ad

২২ বলে ২০ রানের ইনিংস খেলে বাংলাদেশের ওপেনার ফিরলে ভাঙে শামীমার সাথে ৪০ রানের জুটি। সাথী ফেরার পর সোবহানাকে সঙ্গে নিয়ে জুটি গড়ে তোলেন শামীমা। তারা দুজনে মিলে যোগ করেন ৫৬ রান। শামীমা ও সোবহানার জুটি ভেঙেছে শামীমার বিদায়ে। থারুকা শেহানিকে তারই হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন তিনি।


পাঁচটি চার ও একটি ছক্কায় ৪৪ বলে ৪৮ রানের ইনিংস খেলে ফিরেছেন ডানহাতি এই ওপেনার। বাংলাদেশ যখন জয়ের দ্বারপ্রান্তে তখন সোবহানার উইকেট তুলে নেন মালশা। অভিজ্ঞ এই বোলারের বলে পিউমি ওয়াথাশালার হাতে ক্যাচ দিয়েছেন ৩১ বলে ২৮ রান করা এই ব্যাটার। এরপর তাজ নাহারকে সঙ্গে নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন মুর্শিদা খাতুন। লঙ্কানদের হয়ে দুটি উইকেট নিয়েছেন মালশা।


এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে লঙ্কানদের ভালো শুরু এনে দেন কৌশিনী ও পূর্ণা। উইকেটের খোজে থাকলেও প্রথম ১০ ওভারে লঙ্কানদের উদ্বোধনী জুটি ভাঙতে পারেননি জাহানারা আলম, সাবিকুন নাহার জেসমিন, সুলতানা খাতুন, রাবেয়ারা। তবে তাদের দুজনের ৭২ রানের জুটি ভাঙেন ফাহিমা।



ডানহাতি লেগ স্পিনারের বলে সাজঘরে ফেরেন ২৭ রান করা পূর্ণা। একই ওভারে ফিরেছেন আরেক ওপেনার কৌশিনী। ৩৫ বলে ৪৩ রানের ইনিংস খেলা লঙ্কান ওপেনারকেও নিজের শিকার বানিয়েছেন ফাহিমা। এরপর বাকিদের কেউই সেভাবে ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। ফাহিমা ও বাকিদের কল্যাণে শেষ পর্যন্ত স্বাগতিকদের ১১২ রানে আটকে দেয় বাংলাদেশ ‘এ’ দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball