আঙুলে ব্যথা পেয়েছেন মুশফিক

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ‘এ’ হয়ে খেলেছেন মুশফিকুর রহিম। পাকিস্তান শাহীনসের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচের প্রথম ইনিংসে ১৪ রান করেছিলেন অভিজ্ঞ এই ব্যাটার। তবে ‘এ’ দলের হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে দেখা যায়নি তাকে। ঠিক কি কারণে মুশফিক ব্যাটিংয়ে নামেননি তৎক্ষণাৎ তা জানা যায়নি।
পরদিন অবশ্য ব্যাটিং না করার কারণ খোলাসা করেছেন মুশফিক নিজেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিওতে অভিজ্ঞ এই ব্যাটার জানিয়েছেন, দ্বিতীয় ইনিংসের আগে অনুশীলন করতে গিয়ে ব্যথা পেয়েছিলেন। তবে ২১ আগষ্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে খেলতে পারবেন তিনি। মুশফিক নিশ্চিত করেছেন, দ্রুতই সেরে উঠবেন এবং প্রথম টেস্টে খেলবেন।

এ প্রসঙ্গে মুশফিক বলেন, ‘যেটা বললাম, কয়েক দিন ভারী বর্ষণের কারণে ম্যাচটা বাধাপ্রাপ্ত হয়েছে। আমরা যথাযথ অনুশীলন করতে পারিনি। প্রথম কয়েক দিনে শুধু একটি নেট সেশন হয়েছিল। তো এটিও আদর্শ নয়। তবে মাঠে আমি সেরাটা দিয়ে চেষ্টা করেছি। প্রথম ইনিংসে আমাদের পক্ষে ছিল না। দ্বিতীয় ইনিংসের আগে নেটে আমি আঙুলে ব্যথা পেয়েছিলাম। তাই ব্যাটিং করিনি। আশা করি, দ্রুতই সেরে উঠব এবং প্রথম টেস্ট খেলব।’
ইসলামাবাদে বাংলাদেশ ‘এ’ দলের উপর ছড়ি ঘুরিয়েছে পাকিস্তান শাহীনস। বোলিংয়ে নাসিম শাহ, মোহাম্মদ আলী, মীর হামজারা সফরকারী ব্যাটারদের চেপে ধরেছেন। ব্যাট হাতে ‘এ’ দলকে পিষ্ট করেছেন উমর আমিন ও সৌদ সাকিল। তাদের সবাইকে প্রশংসায় ভাসিয়েছেন মুশফিক। সেই সঙ্গে প্রথমবার ইসলামাবাদে খেলতে যাওয়া মুশফিক ‘এ’ দলের হয়ে খেলার অভিজ্ঞতার কথা শুনিয়েছেন।
মুশফিক বলেন, ‘এখন পর্যন্ত সব কিছু দারুণ। যদিও ম্যাচটা আমাদের পক্ষে আসেনি। আবহাওয়াও কিছুটা বাধ সেধেছে। আমার মতে, পাকিস্তান শাহিনস অনেক ভালো খেলেছে। বিশেষ করে উমার ভাই অসাধারণ খেলেছেন। বোলাররাও... নাসিম ভাই, মোহাম্মদ আলি, মীর হামজাও বিভিন্ন ধাপে ভালো বোলিং করেছেন। আমাদের 'এ' দলে বেশ কয়েকজন তরুণ ছেলে আছে। আমি নিশ্চিত তারা এটি থেকে অনেক শিখতে পেরেছে।’
‘এ’ দলের হয়ে খেলার অভিজ্ঞতা টেস্ট ম্যাচে কাজে দেবে এমন আশার কথা শুনিয়ে মুশফিক বলেন, ‘আমাদের সামনে কয়েকটি টেস্ট ম্যাচ আছে। এই স্কোয়াড থেকে যারা ওই দলে যোগ দেবে, নিশ্চিতভাবেই এটি সাহায্য করবে। কারণ অন্যরা আসার আগেই আমরা এখানে এসে কিছু প্র্যাকটিস সেশন করতে চেয়েছিলাম। আশা করি, এটি আমাদের জন্য উপকারী হবে।’