ওমানের বিপক্ষে ইতিহাস গড়া ক্যাসেলকে নিয়েই স্কটল্যান্ডের ‘অস্ট্রেলিয়া মিশন’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অলরাউন্ডার মার্শ এখন আইপিএলে শুধুই ব্যাটার
১৩ মার্চ ২৫
এবারই প্রথম অস্ট্রেলিয়ার মতো পরাশক্তির সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে স্কটল্যান্ড। অজিদের বিপক্ষে আসন্ন এই টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্কটল্যান্ড ক্রিকেট। দলে চমক হিসেবে ডাক পেয়েছেন চার্লি ক্যাসেল।
মিচেল মার্শের দলের বিপক্ষে আসন্ন এই হোম সিরিজের জন্য ১৭ সদস্যের অভিজ্ঞ স্কোয়াডের নেতৃত্ব দেবেন রিচি বেরিংটন। দলটিতে রাখা হয়েছে অভিজ্ঞতা এবং তারুণ্যের দারুণ এক মিশেল।

তরুণ পেসার চার্লি ক্যাসেল গত মাসেই ক্রিকেট বিশ্বে আলোচনায় আসেন। ওমানের বিপক্ষে মাত্র ২১ রান খরচায় সাত উইকেট নেন এই পেসার। এটা ছিল ওয়ানডে ক্রিকেট ইতিহাসে অভিষেক হওয়া কোনও বোলারের সেরা পরিসংখ্যান।
গলফ, ক্রিকেট এবং গ্রে নিকোলসের চাকরিজীবী মানজি
৫ জানুয়ারি ২৫
এমন পারফরম্যান্সের পর টি-টোয়েন্টি দলে জায়গা করে নিলেন তিনি। আগামী মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে স্কটল্যান্ড সফরে যাবে অস্ট্রেলিয়া দল। সিরিজটি শুরু হচ্ছে ৪ সেপ্টেম্বর, আর শেষ ম্যাচ ৭ সেপ্টেম্বর। মাসখানেক আগে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের শেষ দেখা হয়েছিল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কটল্যান্ডের স্কোয়াড- রিচি বেরিংটন (অধিনায়ক), চার্লি ক্যাসেল, ম্যাথু ক্রস, ব্র্যাড কারি, জাসপার ডেভিডসন, ক্রিস গ্রেভস, ওলি হেয়ারস, জ্যাক জার্ভিস, মাইকেল জোনস, মাইকেল লিস্ক, ব্রেন্ডন ম্যাকমুলেন, জর্জ মুন্সে, সাফইয়ান শরিফ, ক্রিস সোল, চার্লি টিয়ার, মার্ক টিয়ার, ব্রেড হুইল।