ইংল্যান্ডে নিরাপত্তা নিয়ে শঙ্কিত শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ায় ‘বাজবল’ ঝুঁকিপূর্ণ হবে, দাবি ওয়ার্নারের
৮ মিনিট আগে
গত সপ্তাহে যুক্তরাজ্যে ছুরিকাঘাতে তিন শিশুকে হত্যার পর থেকেই দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এটাকে ঘিরে শুরু হয়েছে অভিবাসী বিরোধী দাঙ্গা। চলমান সহিংসতায় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। কেননা চলতি মাসের শেষেই ইংল্যান্ডের মাটিতে তিন টেস্টের সিরিজ খেলার কথা লঙ্কানদের।
বিশেষ করে অভিবাসীদের আবাসস্থল, মসজিদ এবং দোকানে হামলার ঘটনা চলছে। এর পাশাপাশি বিরোধিতা করেও চলছে আন্দোলন। এদিকে বর্তমানে সিরিজের প্রস্তুতি হিসেবে ইংল্যান্ডে আছেন শ্রীলঙ্কার সাত ক্রিকেটার ও দুজন সাপোর্ট স্টাফ।

ইএসপিএনক্রিকইনফো এক প্রতিবেদনে জানায়, শ্রীলঙ্কা দলের সদস্যরা বোর্ডকে তাদের নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন। লন্ডনের কাছে একটি মাঠেই তারা অনুশীলন করছেন। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডও (ইসিবি) শ্রীলঙ্কা ক্রিকেট এবং দলকে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আশ্বস্ত করে প্রতিক্রিয়া জানিয়েছে।
২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার
১৪ ফেব্রুয়ারি ২৫
শ্রীলঙ্কার এক ক্রিকেটার ক্রিকইনফোকে বলেছেন, ‘বেশির ভাগ ঘটনা আমরা যেখানে আছি, তার কাছে ঘটছে, এমন নয়। তবে আমরা সবাই একটু উদ্বিগ্ন। আমরা ডিনার বা এমন কিছুর জন্য বাইরে যেতে পারছি না। বেশির ভাগ সময় হোটেলেই থাকছি। কেউই ঝামেলায় পড়তে চায় না, মার খেতে চায় না।’
‘আমরা বোর্ডকে বলেছি, আমাদের জন্য একটু নিরাপত্তা বাড়াতে, যতক্ষণ না মূল দল এসে পৌঁছায়। তবে আমরা জবাব পাইনি এখনো।’
ম্যানচেস্টারে ২১ আগস্ট থেকে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। এরপর ২৯ আগস্ট লর্ডসে দ্বিতীয় এবং ৬ সেপ্টেম্বর ওভালে তৃতীয় টেস্ট। তবে চলমান এই সহিংসতা চলছেই।
বিবিসি এক প্রতিবেদনে বলেছে, এখন পর্যন্ত চলমান দাঙ্গায় শুধু ১০০ জন পুলিশই আহত হয়েছেন। গত ৬ আগস্ট পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৪০০ জনকে।