বাংলাদেশের ক্রিকেটারদের আগেভাগে উড়িয়ে নেয়ার প্রস্তাব পাকিস্তানের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘বিকল্প আছে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কেমন করবে আগে থেকে বলা মুশকিল’
১৪ মার্চ ২৫
রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে ক্রিকেটাঙ্গণেও লেগেছে পালা বদলের হাওয়া। বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের অবস্থান একেবারেই অজানা। একইসঙ্গে অন্যান্য কর্তাদেরও দেখা যাচ্ছে না বিসিবি প্রাঙ্গণে। জানা যাচ্ছে না আসন্ন পাকিস্তান সিরিজে বাংলাদেশ জাতীয় দল কবে যাবে সেটাও।
এবার জানা গেল, পাকিস্তান সিরিজ খেলতে কিছুটা আগেভাগেই ক্রিকেটারদের সেখানে দাওয়াত দেয়া হয়েছে পিসিবির পক্ষ থেকে। যদিও বিসিবির পক্ষ থেকে প্রত্যুত্তরে এই ব্যাপারে কিছুই জানানো হয়নি।

পিসিবির এক কর্মকর্তা পিটিআইকে বলেছে, 'পিসিবি তাদের (বিসিবি) ক্রিকেটারদের অতিরিক্ত কিছুদিনের জন্য থাকার প্রস্তাব দিয়েছে। টেস্ট সিরিজকে ঘিরে রাওয়ালপিন্ডিতে তাদের সবধরনের প্রস্তুতি নিতে দেয়া হবে বলেও তাদের জানানো হয়েছে। যদিও তারা এই ব্যাপারে কিছুই জানায়নি।'
৮০৪ নম্বর টুপি পরায় আমেরের শাস্তি
২ ঘন্টা আগে
আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে, ৩০ আগস্ট করাচিতে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্টই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
এদিকে পাকিস্তান সফরে দুটি চার দিনের ম্যাচের পাশাপাশি তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলার কথা ‘এ’ দলের। গত মঙ্গলবার সকাল ১০টায় ‘এ’ দলের পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ার কথা।
যদিও ছয় ঘণ্টার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সকল কার্যক্রম বন্ধ ঘোষণার পর বিসিবি সেই সিদ্ধান্তে পরিবর্তন আনতে বাধ্য হয়।