পিছিয়ে গেল 'এ' দলের পাকিস্তান সফর

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও বইছে নানা জল্পনা কল্পনা। এরই মধ্যে রাজনৈতিক অস্থিরতার মধ্যে দুই দিন পিছিয়ে গেছে বাংলাদেশ 'এ' দলের পাকিস্তান সফর।
মঙ্গলবার সকাল ১০টায় ‘এ’ দলের পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ার কথা। যদিও ছয় ঘণ্টার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণার পর বিসিবি সেই সিদ্ধান্তে পরিবর্তন এনেছে।

সন্ধ্যায় বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ‘অনিবার্য কারণবশত’ সফরটি অন্তত ৪৮ ঘণ্টার জন্য পিছিয়ে দেয়া হয়েছে। এ নিয়ে পিসিবির সঙ্গে বিসিবির যোগাযোগ অব্যাহত আছে।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পাকিস্তান সফরে দুটি চার দিনের ম্যাচের পাশাপাশি তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলার কথা ‘এ’ দলের। এরপর বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন পাকিস্তানের বিপক্ষে।
আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে, ৩০ আগস্ট করাচিতে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্টই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।