ওয়ার্নারের ফেরার দরজা বন্ধ করে দিলো অস্ট্রেলিয়া

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘ট্রফি না জিতলে এক মৌসুমে ৬০০—৭০০ রান করার দাম নেই’

১ মে ২৫
বিসিসিআই

গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে এই ফরম্যাটে নিজের ইতি টেনেছেন ডেভিড ওয়ার্নার। ওয়ানডে এবং টেস্ট থেকে আগেই অবসর নিলেও আগামী বছর পাকিস্তানের অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। যদিও ওয়ার্নারের জন্য দরজা বন্ধ করে দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।


কদিন আগে টি-টোয়েন্টি ছাড়লেও ওয়ার্নার টেস্ট ছাড়েন চলতি বছরের জানুয়ারিতে, পাকিস্তানের বিপক্ষে। ওয়ার্নারের শেষ ওয়ানডে হয়ে আছে গত বছর ২০২৩ বিশ্বকাপের ফা???নাল ম্যাচটি। আহমেদাবাদে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জেতা ম্যাচের পর ৫০ ওভারের ক্রিকেটে দেখা যায়নি তাকে। বাঁহাতি এই ওপেনারই নিশ্চিত করেছিলেন বিশ্বকাপের ফাইনালই তার শেষ ওয়ানডে ম্যাচ।


promotional_ad

২০২৩ সালের নভেম্বরের পর থেকে ওয়ানডে না খেলা ওয়ার্নার আদতে তিন সংস্করণ থেকেই বিদায় নিয়েছেন। যদিও ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানের মাটিতে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির জন্য দরজা খোলা রাখেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে সুযোগ পেলে অবসর ভেঙে ৮ দলের ৫০ ওভারের টুর্নামেন্টটি খেলার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক এই বাঁহাতি ওপেনার।


আরো পড়ুন

ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশকে চায় পাকিস্তান

৩ ঘন্টা আগে
ফাইল ছবি

তার ব্যাপারে সিএ'র জাতীয় নির্বাচক জর্জ বেইলি বলেন, 'আমরা জানি যে ডেভিড অবসর নিয়েছে। তিন ফরম্যাটে সে অসাধারণ এক ক্যারিয়ার পার করেছে। বর্তমানে আমাদের পরিকল্পনা হচ্ছে, সে পাকিস্তান যাচ্ছে না। ষাঁড় (রূপক অর্থে) কখন মজা করে সেটা আপনি বুঝবেন না। সে হয়ত আলোচনা তুলছে। কিন্তু সে আসলেই অসাধারণ এক ক্যারিয়ার পার করেছে। সেগুলো যথেষ্ট উপভোগও করতে পারেনি।'


'তবে সময় চলে যায়। তার মতো একজন কিংবদন্তি শুধু সামনেই এগিয়ে যায়। তবে দল এখন যেভাবে সব ফরম্যাটে এগিয়ে যাচ্ছে, নতুন নতুন খেলোয়াড়রা আসছে, এটাও রোমাঞ্চকর। এখানে যাদের থাকার কথা ছিল না, তারা নেই। ডেভিডের পাশে আমরা দীর্ঘস্থায়ীভাবে দাঁড়ি টেনেছি।'


১১২ টেস্ট খেলা ওয়ার্নার ৪৪.৫০ গড়ে ৮ হাজার ৭৮৬ রান করেছেন। ২৬ সেঞ্চুরির সঙ্গে করেছেন ৩৭টি হাফ সেঞ্চুরিও। অস্টেলিয়ার হয়ে বাঁহাতি এই ওপেনার খেলেছেন ১৬১ ওয়ানডে। ২২ সেঞ্চুরি, ৩৩ হাফ সেঞ্চুরি এবং ৪৫.৩০ গড়ে ৬ হাজার ৯৩২ রান।


টি-টোয়েন্টিতে ১১০ ম্যাচ খেলা ওয়ার্নার ১৪২.৪৭ স্ট্রাইক রেটে ৩ হাজার ২৭৭ রান করেছেন। ২৮ হাফ সেঞ্চুরির সঙ্গে একটা সেঞ্চুরিও আছে তার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball