‘কিছু না জিতলেও বাবরই কিং’, দাবি হাসানের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাবর-রিজওয়ানদের বাদ দেয়ার ব্যাখ্যা দিলেন পাকিস্তান কোচ
৫ মার্চ ২৫
পাকিস্তান দলে বাবর আজমকে ডাকা হয় 'কিং' নামে। যদিও বাবর বড় ধরনের কোনও শিরোপা না জেতায় ভারতসহ এশিয়ার দেশগুলোতে এটি নিয়ে প্রচুর ট্রল বা সমালোচনা হয়। এই ব্যাপারে সমালোচনার পক্ষে নন হাসান আলী। পাকিস্তানের এই পেসারের চোখে বাবরই 'কিং'।
একসময় পাকিস্তান দলের নিয়মিত মুখ হাসান। পারফর্ম করতে না পারায় শেষ কয়েক বছরে অবশ্য গুরুত্ব হারিয়েছেন তিনি। তবে দলে জায়গা না পেলেও অধিনায়ক বাবরের ওপর একইরকম শ্রদ্ধা আছে হাসানের।

তিনি বলেন, 'আমি এটা নিশ্চিতভাবেই দেখেছি ওইদিন (বাবরকে কিং বলার পর থেকে) থেকে আজ পর্যন্ত আমাকে কত গালি দেওয়া হচ্ছে। কিং করে দিবে, আমি এটা বলার কারণে। সে আমার কাছে কিং। পাকিস্তান ক্রিকেটের কিং, তা সবসময়ই সে থাকবে যে মাপের ব্যাটসম্যান। আমি জানি, হয়তো মানুষজন আবার গালি দিবে। আবার খারাপ কথা বলবে আমাকে নিয়ে। কিন্তু সে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান। সেটা ও প্রমাণ করেছে।'
৯১ রানে অলআউট পাকিস্তান, নিউজিল্যান্ড জিতল ১০ ওভারে
২ ঘন্টা আগে
'আমি জানি, সে (বাবর) কিছু জিতেনি, তার জেতা উচিত। অধিনায়ক হিসেবে, ব্যাটার হিসেবে, পাকিস্তানের হয়ে তার ট্রফি জেতা উচিত। পাকিস্তানের জন্য সিরিজ জেতা উচিত। কিন্তু সে-ই সেরা।'
বাবরের নেতৃত্বে ক্যারিয়ারে ৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন হাসান। অধিনায়ক হিসেবে বাবরকে বেশ কাছে থেকে দেখার সুযোগ হয়েছে তার। বাবরের সামর্থ্য তাই বেশ ভালোভাবেই জানা আছে এই পেসারের।
প্রিয় অধিনায়ককে নিয়ে তিনি আরও বলেন, 'ব্যাট হাতে সব জায়গায় সে পারফরম্যান্স করেছে। শুধু আমার মনে হয়, ভারতে আমরা একবার গিয়েছিলাম (২০২৩ ওয়ানডে বিশ্বকাপে), ওখানে সে শতক করতে পারেনি। আমরা ফ্যাব ফোর শুনতাম, বাবর আজমের কারণে ফ্যাব ফাইভ হয়েছে। বাবর ফ্যাব ফাইভের পঞ্চম খেলোয়াড়। বাবর আজম প্রমাণ করেছে। আমি এখনো বলব- সে কিং। সে করেছে (পারফরম্যান্স), আশা করি আরো উন্নতি করে সেটা চালিয়ে যাবে।'