অবসর নেইনি, সেরাটা এখনও বাকি: মিলার

ছবি: সংগৃহীত

|| ডেস???ক রিপোর্ট ||
ফাইনালে নিউজিল্যান্ডকে সমর্থন দেবেন মিলার
৬ মার্চ ২৫
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ডেভিড মিলার আউট হওয়ার সঙ্গে সঙ্গেই শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায় সাউথ আফ্রিকার। ফাইনাল ম্যাচের শেষ ওভারে কাগিসো রাবাদা ফিরে গেলে শেষ পর্যন্ত ৭ রানে ম্যাচটি হারে প্রোটিয়ারা। ফাইনাল হারের পরপরই গণমাধ্যমে সংবাদ রটে, ক্রিকেট থেকে নাকি অবসরই নিয়ে নিয়েছেন মিলার। যদিও এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মিলার।
প্রোটিয়া এই ব্যাটার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের পোশাকে তিনি আরও খেলতে চান। একইসঙ্গে অবসরের কোনো সিদ্ধান্ত তিনি নেননি বলেও জানিয়ে দেন 'কিলার মিলার' খ্যাত এই ক্রিকেটার।
মিলার বলেন, 'কিছু প্রতিবেদনের বিপরীতে জানাতে চাই, আমি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেইনি। প্রোটিয়াদের হয়ে খেলার জন্য অ্যাভেইলেবল থাকব। নিজের সেরাটা দেওয়া এখনও বাকি।'

একইদিনে বিশ্বকাপ শিরোপা হারিয়ে হতাশাও প্রকাশ করেন মিলার। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টগ্রামে একটি পোস্ট করেন তিনি। শিরোপার খুব কাছে গিয়েও সেটি ছুঁতে না পারার আক্ষেপ আছে এই ফিনিশারের।
পিএসএলকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে আইপিএলে খেলবেন বশ
৮ মার্চ ২৫
ইনস্টাগ্রামে মিলার লিখেন, 'আমি হতাশ। ২ দিন আগে যা ঘটেছিল তা গিলে ফেলা সত্যিই কঠিন। আমি কেমন অনুভব করছি তা ভাষায় প্রকাশ করা যাবে না। একটি জিনিস আমি জানি যে, আমি এই দলের জন্য কতটা গর্বিত।'
'এই যাত্রা অবিশ্বাস্য ছিল। পুরো মাস জুড়ে আমরা যন্ত্রণা সহ্য করেছি। কিন্তু আমি জানি, এই দলটির স্থিতিস্থাপকতা রয়েছে এবং তাদের শক্তি আরও বাড়াতে থাকবে।'