'খুব কাছে গিয়েও দূরে রয়ে গেলাম'

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
শেষ ওভারের নাটকীয়তায় কপাল পুড়েছে নেপালের। বিশ্বকাপে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে থাকলেও এক রানের পরাজয়ে বাড়ি ফিরতে হচ্ছে দলটিকে। এক রানের পরাজয়ে বাংলাদেশের বিপক্ষে নেপালের ম্যাচটি হবে শুধু তাদের জন্য নিয়ম রক্ষার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেলে সুপার এইটের আশা বেঁচে থাকত নেপালের। সেক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি হত তাদের বাঁচা-মরার ম্যাচ। কিন্তু দক্ষিণ আফ্রিকার ম্যাচে এক রানের পরাজয় সব সমীকরণই শেষ করে দিয়েছে তাদের।
লো স্কোরিং থ্রিলারে শেষ বলে জয়ের জন্য ২ রান প্রয়োজন ছিল নেপালের। কিন্তু ওটনিল বার্টম্যানের শর্ট বল ব্যাটে লাগাতে ব্যর্থ হন গুলশান ঝা। অন্য প্রান্ত থেকে রানের জন্য ছুটলেন সোম্পাল কামি। এপ্রান্ত থেকে ছুটলেন ঝাও। কিপার কুইন্টন ডি ককের থ্রো লাগল মাঝ পিচে থাকা ঝার পিঠে।
এরপর কোন এক কারণে দৌড়ের গতি একটু কমিয়ে দিলেন ঝা। শেষ মুহূর্তে ডাইভও দেননি। শর্ট মিড উইকেটে বল পেয়ে দ্রুত স্টাম্প ভেঙে দেন হেনরিক ক্লসেন। সে সময়ই নিশ্চিত হয়ে যায় নেপালের পরাজয়। টানা ৪ ম্যাচ জিতে ৮ পয়েন্ট নিয়ে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা।
ম্যাচ হারলেও দলের এমন পারফরম্যান্সে গর্বিত অধিনায়ক রোহিত পাওডেল। তিনি বলেন, 'আমি দলের ওপর খুবই গর্বিত। তারা যেভাবে খেলেছে তা গর্ব করার মতোই। আমরা খুব কাছে গিয়েও দূরে রয়ে গেলাম। ছেলেরা লড়াই করেছে। আমরা আশা করি পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারব।'
'আমি উইকেট দেখেছিলাম গতকাল, মনে হয়েছিল ধীরগতির হবে। আমরা যখন বোলিং করছিলাম তখন উইকেট থেকে সহয়তা পাচ্ছিলাম। স্পিনাররাও সাহায্য পাচ্ছিল। ভুর্টেল খুব ভালো করেছে, তার প্রশংসা করতেই হয়' আরও যোগ করেন তিনি।
