মহারাজ ‘ললিপপ’ দিয়েছিল, বাংলাদেশ সেটা খায়নি: শেবাগ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের জন্য ব্যাটার কুলদীপই যথেষ্ট ছিল: শেবাগ
২১ ফেব্রুয়ারি ২৫
সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ জিততে শেষ দুই বলে ছয় রান লাগত বাংলাদেশের। বোলার কেশভ মহারাজ দুটি ফুলটস দিলেও সেই রান নিতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। এ কারণে ক্ষেপে গেছেন বীরেন্দর শেবাগ। তার মতে, বাংলাদেশকে 'ললিপপ' দেয়া হলেও তারা সেটা নেয়নি।
সাউথ আফ্রিকার বিপক্ষে ১১৪ রানের লক্ষ্য অতিক্রম করতে গিয়ে শেষ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১১ রানের। সেই ওভারে জাকের আলী ফিরে গেলেও এক পর্যায়ে সমীকরণ দাঁড়ায় দুই বলে ছয় রানের।
ফুল টস পেয়ে ডাউন দ্যা গ্রাউন্ডে উড়িয়ে মারেন মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও বাউন্ডারি লাইনে দুর্দান্ত একটি ক্যাচ লুফে নেন এইডেন মার্করাম। পরের বলে আবারও ফুল টস দেন মহারাজ। সেই বলে নতুন ব্যাটার তাসকিন আহমেদ নেন এক রান, বাংলাদেশ হারে চার রানে।

ক্রিকবাজের আলোচনা অনুষ্ঠানে এ নিয়ে শেবাগ বলেন, 'ফ্যাক্ট হচ্ছে শেষ দুই বলে দুইটা ফুলটস ছিল। ওরা একটাতে আউট হয়েছে। একটায় সিঙ্গেলস। মাত্র ছয় রানই দরকার ছিল তাদের। লক্ষ্য অতিক্রম করতে আরও এক ওভার আগে ম্যাচ শেষ করা দরকার ছিল তাদের। হৃদয় এবং মাহমুদউল্লাহ খুব ভালো ব্যাটিং করছিল, তাদের এক ওভার আগেই ম্যাচ শেষ করে যাওয়া দরকার ছিল। শেষ ওভারে মারা কিছুটা কঠিন হয়ে যায়।'
জাতীয় দলের ছায়া কোচিং প্যানেল চান সুজন
১৫ ঘন্টা আগে
'তারপরও শেষ দুই বলই ছিল ফুলটস, মাত্র দরকার ছিল ছয় রান। একজন সেটা ব্যাটার আর কী চাইতে পারে? সে এমন বলই চাইবে যেখানে সে ছক্কা মেরে জেতাতে পারে। অমন বল তারা পেয়েছে। ওই ললিপপ তারা পেয়েছে, কিন্তু ললিপপ ছিলে তো খেতে হবে। সেটা তারা খায়নি।'
ম্যাচে ২৭ বলে ২০ রান করেন মাহমুদউল্লাহ। অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে তারই ম্যাচ শেষ করে আসা উচিত ছিল বলে মনে করেন শেবাগ। এদিকে শেষ ওভারে স্পিনারকে বোলিং দেয়ায় এইডেন মার্করামের সমালোচনাও করেন তিনি।
শেবাগ আরও বলেন, '১১০ ভাগ সহমত (মাহমুদউল্লাহর ম্যাচ শেষ করা দরকার ছিল)। এর আগে যেটাই হোক না কেন, ওই দুই বলে খেলা শেষ করা দরকার ছিল। একটা ব্যাটার আর কী চাইতে পারে? একে তো শেষ ওভার একজন স্পিনারের। মার্করাম একটা বোকামি করেছে, একজন স্পিনারের ওভার শেষপর্যন্ত রেখেছে।'
'মাঝে যেকোনো সময় করাতে পারত, সেটা তারা করায়নি। আবার ওই স্পিনারই সেট একজন ব্যাটারকে ফুল টস দিলো, এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে? মানে আমি বিয়েতে খেতে গেলাম না, কিন্তু উপহার পাঠিয়ে দিলাম, সেটা তো নাও ভাই!'