সাকিব ৩ ওভারে ৩০ দিবে সেটা চিন্তাও করি না: হান্নান সরকার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’
১৩ মার্চ ২৫
ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। তবে বল হাতেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার। বল হাতে তার এমন পারফরম্যান্স নিয়ে হতাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হান্নান সরকার। পরের ম্যাচেই সাকিব ফর্মে ফিরবেন বলে প্রত্যাশা তার।
ব্যাট হাতে সাকিবের পারফরম্যান্স ওঠানামা করলেও বল হাতে বরাবরই অনবদ্য সাকিব। গত ১৭ বছরের আন্তর্জাতিক ???্যারিয়ারে নিয়মিতই দেখা গেছে এমনটা। কিন্তু সাম্প্রতিক সময়ে কয়েকটি ম্যাচে বল হাতে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি সাকিব। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে চার ওভারে ৩৫ রান দিয়েছিলেন সাকিব।

এরপরের ম্যাচে যুক্তরাষ্ট্রকে মাত্র ১০৪ রানে থামায় বাংলাদেশ। তবে সাকিব দেন তিন ওভারে ২৩ রান। তারপর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সাকিব দেন চার ওভারে ৪৭ রান! ভারতের ব্যাটাররা রীতিমতো টার্গেট বানিয়ে খেলেছে ১১.৭৫ ইকোনমি রেটে বোলিং করা সাকিবকে। আর শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশের প্রথম ম্যাচে দল জিতলেও তিন ওভারে ১০ ইকোনমি রেটে ৩০ রান দেন সাকিব, যা মেনেই নিতে পারছেন না হান্নান সরকার।
নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সন্তুষ্ট শান্ত
১০ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জিতে প্রচারিত নগদ প্রেজেন্টস 'সিলেক্টর'স ভিউ'তে হান্নান সরকার বলেন, 'সাকিবের বোলিংটা কাভার করার কোনও বিকল্প নেই। আমাদের দলের এক নম্বর স্পিনার যদি ধরা হয়, অবশ্যই সাকিবকে ধরা হয়। কেউ যত ভালো বোলিংই করুক। দিন শেষে সাকিবই এক নম্বর বোলার। সাকিব যদি ছন্দে না ফিরে তাহলে সামনে আমাদের আরও বেগ পেতে হতে পারে। সাকিবের এরকম বোলিং আমি দেখিনি।'
'মানে এরকম এক্সপেন্সিভ বোলিং, যুক্তরাষ্ট্রের বিপক্ষে.. আজকে দেখলাম। ইন্ডিয়ার সঙ্গেও দেখলাম। যেভাবে ব্যাটাররা ওকে খুব কমফোর্ট নিয়ে খেলছে, এটা খুব রেয়ার। সাকিবের কাছ থেকে ব্যাটিং কী হচ্ছে সেটা বলাটা খুব কঠিন হবে। বোলিংয়ে আমি কখনো চিন্তাই করিনি যে সাকিব ফেইল করবে। এক্সপেনসিভ হলেও চার ওভারে ৩০-৩৫ রান দেবে, কিন্তু তিন ওভারে ৩০ দিয়ে দিবে সেটা চিন্তা করি না।'
তবে সাকিবের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার। সাবেক এই ওপেনারের মতে, সাউথ আফ্রিকার বিপক্ষে পরের ম্যাচেই চেনা ছন্দে ফিরবেন সাকিব। সাকিবের ফিরে আসাটাকে কেবলই সময়ের ব্যাপার বলে মনে করছেন তিনি।
হান্নান সরকার আরও বলেন, 'সাকিবের কাছ থেকে আরও ভালো হবে আশা করি, সাকিবও ফিরে আসবে। আসলে অনেক বড় মাপের প্লেয়ার। বিশ্বের এক নম্বর প্লেয়ার। তাকে নিয়ে আসলে মন্তব্য কী করব। সে ফিরে আসা সময়ের ব্যাপার। সে জানে তার প্রস্তুতি কীভাবে নিতে হয়। নিজেকে সেভাবে রেডি করতে হবে। বিশ্বকাপ মাত্র শুরু। পরের ম্যাচ থেকে ও ভিন্ন রকমের চেহারা দেখানো শুরু করবে।'