promotional_ad

ম্যাচ না খেলেই শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন সাকিব

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইসিসির অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানকে টপকে শীর্ষে জায়গা করে নিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে কদিনের মধ্যেই কোনো ম্যাচ না খেলেই শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব।


সাউথ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বল হাতে আলো ছড়িয়েছিলেন হাসারাঙ্গা। তবে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। এর ফলেই টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছেন হাসারাঙ্গা। বিশ্বকাপের প্রথম ৭ ম্যাচের পর হালনাগাদকৃত র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি।



promotional_ad

সেখানেই শীর্ষে আছেন সাকিব। সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ৬ উইকেটে হেরেছে শ্রীলঙ্কা। এই ম্যাচে ৭৭ রানে অল আউট হয়ে গিয়েছিল লঙ্কানরা। এদিন ব্যাট হাতে কোনো রানই করতে পারেননি তিনি। বল হাতে ২২ রানে ২ উইকেট পান এই লঙ্কান স্পিনার।


এর ফলে রেটিং পয়েন্ট হারিয়ে দুই নম্বরে নেমে গেছেন তিনি। ২২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে সাকিব। আর ২২২ রেটিং নিয়ে দুই নম্বরে হাসারাঙ্গা। এদিকে দারুণ উন্নতি করেছেন প্রোটিয়া পেসার অ্যানরিখ নরকিয়া। লঙ্কানদের বিপক্ষে ৭ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি।


তাতেই ৯ ধাপ এগিয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন এই প্রোটিয়া পেসার। বর্তমানে তার অবস্থান ৮ নম্বরে। বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউডও। তিনি এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছেন।



বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে উগান্ডাকে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। প্রথম ম্যাচে ১২৫ রানের জয় পেয়েছে তারা। ৫ উইকেটে ১৮৩ রানের পর উগান্ডাকে ৫৮ রানে অল আউট করে দিয়েছে আফগানিস্তান। এই ম্যাচে ৯ রানে ৫ উইকেট নিয়েছেন ফজলহক ফারুকি। আর তাতেই ৩ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন এই পেসার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball