ইংল্যান্ড সিরিজে ফিরছেন হোল্ডার-সিলস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেই টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ। আসন্ন গ্রীষ্মে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করল দলটি। এই স্কোয়াডে প্রথমবার ডাক পেলেন মিকাইল লুইস। দলে ফিরেছেন জেসন হোল্ডার এবং জেইডেন সিলস।
ক্রেইগ ব্র্যাথওয়েটের নেতৃত্বাধীন স্কোয়াডে জায়গা করে নিয়েছেন চলতি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলে থাকা আলজারি জোসেফ, শামার জোসেফ এবং গুড়াকেশ মোতি। চোটের কারণে বিশ্বকাপ দলে নেই হোল্ডার।

এর আগে গত জানুয়ারিতে দুবাইয়ের আইএলটি-টোয়েন্টি খেলার উদ্দেশে অস্ট্রেলিয়া সফরে দলের সঙ্গে টেস্ট খেলেননি তিনি। তবে এবার জাতীয় দলে ফিরছেন তিনি। এর আগে বার্বাডোজ এবং উস্টারশায়ারের হয়ে লাল বলের ক্রিকেটে অসাধারণ কিছু পারফর্ম করেছিলেন তিনি।
এদিকে কাঁধে চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্ট খেলেননি সিলস। এবার ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন এই পেসার। এই দল থেকে বাদ পড়েছেন ত্যাগনারায়ণ চন্দরপল, জাস্টিন গ্রিভস এবং আকিম জর্ডান।
মূলত পারফম্যান্সের কারণেই বাদ পড়েছেন ত্যাগনারায়ণ এবং গ্রিভস। অস্ট্রেলিয়া সফরে চার ইনিংসে মাত্র ৩১ রান করেন ত্যাগনারায়ণ। দুই ম্যাচ খেলে পারফর্ম করতে পারেননি গ্রিভসও। এ ছাড়া পুরো সফর বেঞ্চে কাটানো জর্ডান।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), আলিক আথানেজ, জশুয়া দা সিলভা, জেসন হোল্ডার, কাভেম হজ, টেভিন ইমলাখ, আলজারি জোসেফ (সহ-অধিনায়ক), শামার জোসেফ, মিকাইল লুইস, জ্যাকারি ম্যাককাস্কি, কার্ক ম্যাকেঞ্জি, গুড়াকেশ মোতি, কেমার রোচ, জেইডেন সিলস, কেভিন সিনক্লেয়ার।