ভারতের হেড কোচ হতে পুনরায় আবেদন করছেন না দ্রাবিড়

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কোনো ঘোষণা দিচ্ছি না, আমি খেলা চালিয়ে যাব: কোহলি
১৬ মার্চ ২৫
ভারতের হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। এরপর আর ভারতের হেড কোচ থাকতে চান না তিনি। এমনকি ভারতের হেড কোচ হওয়ার জন্যে আর আবেদনই করেননি দ্রাবিড়। এবার তিনি নিজেই নিশ্চিত করলেন এমনটা।
ভারতের গণমাধ্যমে মাসখানেক ধরে এই বিষয়ে অনেক জল্পনা-কল্পনা থাকলেও এবার মুখ খুলেছেন স্বয়ং দ্রাবিড়। মূলত ভারতের হেড কোচ হলে বছরে ১০-১১ মাস দলের সঙ্গেই থাকতে হয়। যার কারণে পরিবারকে সেভাবে সময় দেয়া হয়ে উঠে না সেই কোচের।

এ কারণেই দায়িত্ব ছাড়ছেন বলে নিশ্চিত করেছেন দ্রাবিড়। এক্ষেত্রে এবারের বিশ্বকাপটাই কোচ হিসেবে তার শেষ অ্যাসাইনমেন্ট। তবে ভারতের কোচ হিসেবে প্রতিটি ম্যাচই বিশেষ কিছু ছিল দ্রাবিড়ের জন্যে, এ কারণে বিশ্বকাপ নিয়ে আলাদাভাবে রোমাঞ্চিত নন তিনি।
দ্রাবিড় বলেন, ‘আমার দায়িত্ব থাকাকালে এটাই হতে যাচ্ছে শেষ টুর্নামেন্ট। হ্যাঁ, ভেবেচিন্তে দেখলাম, দুর্ভাগ্যবশত, যে সূচি এবং আমার জীবনের এই পর্যায়ে এসে আমার মনে হয়নি আবার আবেদন করতে পারবো। তাই অবশ্যই এটাই আমার শেষ টুর্নামেন্ট। কিন্তু বলতে হচ্ছে, (টুর্নামেন্টের গুরুত্ব) আমার কাছে আলাদা নয়।’
‘আমি দায়িত্ব পালন করেছি ভালোবাসা নিয়ে। ভারতের কোচিং আমি সত্যিই উপভোগ করেছি। আমার মতে এই দায়িত্ব পালন করা সত্যিই বিশেষ। এই দলের দারুণ ??ব ছেলেদের সঙ্গে কাজ করতে পারা অসাধারণ।’
ভারতের হেড কোচ হিসেবে সময়টা বেশ ভালো কেটেছে দ্রাবিড়ের। যদিও দেশকে শিরোপা জেতাতে পারেননি তিনি। তবে কোচ হিসেবে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে দলকে ফাইনাল খেলান দ্রাবিড়। এছাড়া তার অধীনে দ্বিতীয়বারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলে ভারত। এ ছাড়া ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল ভারত।