promotional_ad

৭-৮ বার হ্যাটট্রিক মিস করেছি, এগুলো আমার নিয়ন্ত্রণে নেই: ফারুকি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আফগানিস্তানকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা বিসিবির

১৪ মার্চ ২৫
আফগানিস্তান ও বাংলাদেশ দল

টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে আফগানিস্তানকে প্রথম ম্যাচেই দারুণ এক জয় এনে দিলেন ফজল হক ফারুকি। মাত্র ৯ রান খরচায় পাঁচ উইকেট নিয়েছেন আফগান এই পেসার। ম্যাচে দু'বার হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও সেটি পাননি ফারুকি। এ কারণে হতাশ এই পেসার।


১৮৪ রানের লক্ষ্য অতিক্রম করতে খেলতে নামা উগান্ডাকে প্রথম ওভারেই বিপদে ফেলেন ফারুকি। রোনাক প্যাটেলকে বোল্ড করেন তিনি। পরের বলে রজার মুকাসাকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে বিদায় করেন তিনি।



promotional_ad

এরপর ১৩তম ওভারে দ্বিতীয় স্পেলে ফেরেন ফারুকি। ততক্ষণে আরও তিন উইকেট হারায় উগান্ডা। ১৩তম ওভারের প্রথম বলে রিয়াজাত আলি শাহকে বোল্ড করেন ফারুকি। পরের বলে ব্রায়ান মাসাবাকেও ফেরান তিনি।


ম্যাচে দ্বিতীয়বার হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও তা করতে পারেননি ফারুকি। সেই ওভারের শেষ বলে রবিনসন অবুয়াকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি। শেষ দুটি উইকেটে ক্যাচ চলে যায় উইকেটরক্ষক রহমানউল্লাহ গুরবাজের মুঠোয়। তার দারুণ বোলিংয়ে উগান্ডাকে ৫৮ রানে গুঁটিয়ে ১২৫ রানের বড় জয় পায় আফগানরা।


ম্যাচ শেষে দু'বার হ্যাটট্রিক মিস করে ফারুকি বলেন, 'সব আফগান ভক্তদের জয়ের জন্য অভিনন্দন। আমি আমার ক্যারিয়ারে ৭-৮ বার হ্যাটট্রিক মিস করেছি। এটা আমার নিয়ন্ত্রণে নেই। তবে আমি ভবিষ্যতে ভালো করার চেষ্টা করব। আমি আজ উইকেট বরাবর বোলিং করার চেষ্টা করেছি, দেখেছি কি হয়।'



'শুরুতে বল খুব সুইং করেছে। পরের দিকে আমি চেষ্টা করেছি স্লোয়ার ডেলিভারি করতে। কেননা ব্যাটে বল ঠিকভাবে আসছিল না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেললে অবশ্যই সেটা কাজে লাগে। আপনি যখন বড় মাপের প্লেয়ারদের সাথে বড় ম্যাচ খেলবেন তখন সেটা আপনাকে এই ধরনের টুর্নামেন্টে আসতে সাহায্য করবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball