promotional_ad

আমার খেলার ধরন এমন না যে গিয়েই ছক্কা মেরে দিব: বাবর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এখনই সিদ্ধান্ত না নিলে পাকিস্তানের পতন অনিবার্য: ইনজামাম

১৬ ঘন্টা আগে
পাকিস্তান দল ও ইনজামাম উল হক

পাকিস্তান ক্রিকেটে বাবর আজমের স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা হওয়াটা নতুন কিছু নয়। বাবর নিজে এসব নিয়ে কখনো কথা বলেননি। তবে সমালোচনার কারণে টি-টোয়েন্টিতে ওপেনিং ছেড়ে মিডল অর্ডারে চলে এসেছেন। এবার স্ট্রাইক রেট নিয়ে স্পষ্ট মতামত দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক।


ক্রিকেটের মৌলিক শটগুলোর ওপরই ভরসা করেন বাবর। কখনো বল উড়িয়ে না মেরেও ১৫০ স্ট্রাইক রেটে ব্যাটিং করে থাকেন তিনি। মূলত ম্যাচের পরিস্থিতি বুঝে সেভাবে নিজের ইনিংস সাজান ডানহাতি এই ব্যাটার।


নিজের ব্যাটিং দর্শন নিয়ে কথা বলার সময় তিনি বলেন, 'স্ট্রাইক রেট, স্ট্রাইক রেট। স্ট্রাইক রেট নিয়ে অনেক বিতর্ক হয়। কিন্তু পরিস্থিতির দাবি কী। আপনি প্রতিদিন একই স্ট্রাইক রেটে খেলতে পারবেন না। সেটা করতে গেলে আপনি ভোগান্তিতে পড়বেন। একদিন ১৫০ স্ট্রাইক রেটে খেলেছি, তো পরেরদিন একইভাবে আপনি খেলতে পারবেন না।'



promotional_ad

'কখনো কখনো এর থেকে কম স্ট্রাইক রেটে খেলবেন আপনি। আপনার ফর্ম, ওইদিনে আপনি কেমন অনুভব করছেন, কন্ডিশন কেমন- এসবে নির্ভর করে। তো আমরা বলি যেমন উইকেট হোক, যা কিছু ঘটুক, স্ট্রাইক রেট উপরে থাকা চাই।'


আরো পড়ুন

বোলারকে ধাক্কা দিয়ে খুশদিলের জরিমানা

১৩ ঘন্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় খুশদিল শাহ

পাকিস্তান দলে দ্রুতগতিতে রান তোলার দায়িত্ব থাকে সাইম আইয়ুব এবং ফখর জামানের। টপ অর্ডারে মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজম এ কারণে একটু রয়েসয়ে খেলার চেষ্টা করেন। এমন কথা অকপটেই স্বীকার করে নিলেন বাবর।


তিনি বলেন, 'আমার খেলা ভিন্ন। আমি একটু সময় নিয়ে খেলা এগিয়ে নিয়ে যাওয়ার মতো খেলোয়াড়। আমার খেলার ধরন এমন না যে গিয়েই ছক্কা মেরে দিব। আমি সাইম আইয়ুব কিংবা ফখর জামান হতে পারবো না। আমার যা খেলা আছে, সেটায় কীভাবে উন্নতি আনতে পারি, কোথায় কাজ করতে পারি, তা আমার জানা আছে।'


'কোন শটগুলো আমার আয়ত্ত করতে হবে, প্রথম ছয় ওভারে আমি কত রান টার্গেট করবো। আমি নিচে নিচে খেলেই ১৫০ স্ট্রাইক রেটে খেলতে পারি কখনো, অনেক বেশি ছক্কা কিংবা উড়িয়ে না মেরেও। আমি আমার ক্রিকেটিং শটেই থাকি, মৌলিক বিষয়াদিতেই থাকি। এখন আমি কাল থেকে গিয়েই ছক্কা মারা শুরু করবো তা বলতে পারি না।'



তবে স্ট্রাইক রেটে যে উন্নতি করার দরকার সেটি অস্বীকার করেননি বাবর। নিজের উন্নতির গ্রাফ নিয়েও কথা বলেছেন পাকিস্তানের অধিনায়ক। শুরুতে ১৩০ স্ট্রাইক রেট থেকে বর্তমানে ১৪০ স্ট্রাইক রেট নিয়ে খেলার কথাও বলেছেন তিনি।


পাকিস্তানের অধিনায়ক আরও বলেন, 'এই যেমন আমার স্ট্রাইক রেট ছিল ১৩০, তখন আমি বলেছি কীভাবে এটা উপরে নিয়ে যেতে পারি। তো একেবারে লাফ দিয়ে উপরে নিয়ে যাইনি, আমি ধীরে ধীরে ১৪০ এ এসেছ???। এরপর ১৫০, ১৭০ এ কীভাবে যেতে পারি, তো এটা পরিকল্পনা করতে হয়। দেখুন অভিজ্ঞতাও কাজে আসে, আপনি ধীরে ধীরে শিখতে পারেন।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball