বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগমুহূর্তে ভারতীয় শিবিরে কোহলি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কোনো ঘোষণা দিচ্ছি না, আমি খেলা চালিয়ে যাব: কোহলি
১৬ মার্চ ২৫
বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগেই নিউইয়র্কে দলের সঙ্গে যোগ দিয়েছেন বিরাট কোহলি। তবে সময়ের অন্যতম সেরা এই ব্যাটার বাংলাদেশের বিপক্ষে খেলবেন কিনা সেটা এখনও জানা যায়নি। ভারতের গণমাধ্যম বলছে এই ম্যাচে তার বিশ্রাম নেয়ার সম্ভাবনাই বেশি।
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন কোহলি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৫ ইনিংসে ৭৪১ রান করে ‘অরেঞ্জ ক্যাপ’ জিতে নেন কোহলি। এবারের এই আসরে ৬০০ রানও করতে পারেনি ভারতের আর কোনো ব্যাটার।

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর যাত্রা শেষেই বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কাছে বাড়তি কয়েকদিন ছুটি চান কোহলি। ছন্দে থাকা এই ব্যাটারের ছুটি মঞ্জুর করতে দেরি করেনি বিসিসিআই।
২০২১ বিশ্বকাপের পর লুকিয়ে থাকতে হয়েছিল বরুনকে
১৬ মার্চ ২৫
সেই ছুটি কাটিয়ে গত শুক্রবার (৩১ মে) নিউইয়র্কে দলের সঙ্গে যোগ দেন কোহলি। সবার পরেই দলের সঙ্গে যোগ দেন তিনি। সেদিনই ছিল ভারতীয় দলের ঐচ্ছিক অনুশীলন। এ দিন রিঙ্কু সিং, শিভম দুবে, মোহাম্মদ সিরাজরা অনুশীলন করলেও কোহলিকে মাঠে দেখা যায়নি।
এদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে না খেললেও বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচের আগে অন্তত তিনটি নেট সেশন পাওয়ার কথা রয়েছে কোহলি। আগামী বুধবার (৪ জুন) আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের বিশ্বকাপ মিশন।
৯ জুন রোহিত শর্মাদের প্রতিপক্ষ পাকিস্তান। ১২ জুন ভারতের বিপক্ষে লড়বে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ১৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে ভারত। বিশ্বকাপের জন্য আইপিএলের মাঝ পথেই শক্তিশালী দল ঘোষণা করে ভারত। দলে জায়গা হয়নি ওপেনার শুভমান গিলের। অবশ্য রিজার্ভ ক্রিকেটার হিসেবে দলের সঙ্গেই আছেন তিনি।