অ্যান্ডারসনের এমন বিদায় মানতেই পারছেন না লায়ন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ল্যাঙ্কাশায়ারের সঙ্গে এক বছরের চুক্তি, ক্রিকেটে ফিরছেন অ্যান্ডারসন
১৪ জানুয়ারি ২৫
আগামী জুলাইয়ে দীর্ঘ ক্যারিয়ারে ইতি টানছেন জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের এই কিংবদন্তি পেসারের অবসরের সিদ্ধান্ত এখনও মেনে নিতে পারছেন না নাথান লায়ন। অস্ট্রেলিয়ার এই স্পিনারের মতে, এখনও দেশকে অনেক কিছু দিতে পারতেন অ্যান্ডারসন।
ইংল্যান্ড ম্যানজেমেন্ট থেকে হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম, অধিনায়ক বেন স্টোকস এবং ম্যানেজার রব কি মিলে ৪১ বছর বয়সী এই পেসারকে জানিয়েছিলেন ভবিষ্যতে চোখ রাখতে চান তারা। মূলত এ কারণেই অবসরের সিদ্ধান্ত নেন অ্যান্ডারসন।

এমন প্রক্রিয়া ভালো লাগেনি লায়নের, 'ইংল্যান্ড নিয়ে আমার উদ্বেগের পরিমাণ একেবারেই কম, কিন্তু আমি মোটামুটি অবাক হয়েছি যখন পড়লাম যে তারা তার কাঁধে টোকা দিয়েছে তাকে বাদ দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেছে।'
লঙ্কানদের গুঁড়িয়ে অস্ট্রেলিয়ার রেকর্ড গড়া জয়
১ ফেব্রুয়ারি ২৫
এখনও অ্যান্ডারসনকে ইংল্যান্ডের সেরা পেসার মানছেন লায়ন, 'আমি জেমসের দিকে তাকাই এবং ইংল্যান্ড ক্রিকেটের জন্য সে যা করতে সক্ষম হয়েছে, তা অসাধারণ। এটা শুধুই আমার মতামত- আমি এখনও ভাবি সে ইংল্যান্ডের সেরা বোলার হবে।'
২০২৫-২৬ মৌসুমে অস্ট্রেলিয়ায় আয়োজিত হবে পরেরবারের অ্যাশেজ। অথচ আগামী মাসেই ক্রিকেটকে বিদায় জানাবেন টেস্টে ৭০০ উইকেট নেওয়া ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারি অ্যান্ডারসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট হবে লর্ডসে।
সেই টেস্টেই বিদায় বলে দেবেন তিনি। সেক্ষেত্রে জাতীয় দলের হয়ে লায়নের সঙ্গে আর লড়াইয়ে নামবেন না তিনি। তবে কাউন্টিতে একসঙ্গে খেলার সুযোগ আছে দুজনের সামনে। লায়ন বর্তমানে ইংল্যান্ডেই অবস্থান করছেন। ল্যাঙ্কাশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলছেন তিনি।
অ্যান্ডারসন প্রসঙ্গে লায়ন আরও বলেন 'অবশ্যই ইতিহাসের সেরা ফাস্ট বোলারদের কথোপকথনে জিমি অ্যান্ডারসনের নাম আসে। জিমির জন্য শুভ কামনা এবং ল্যাঙ্কাশায়ারে তার সাথে খেলতে আমি মুখিয়ে আছি, কিন্তু আমি খুশি যে সে পরবর্তী অ্যাশেজে খেলবে না।'