আমরা খুব কম ম্যাচই ভালো উইকেটে খেলি: শান্ত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নাহিদ–রিশাদরা পিএসএলে খেলুক, চাওয়া শান্তর
২৩ ঘন্টা আগে
বিশ্বকাপের প্রস্তুতি নিতে গিয়ে যুক্তরাষ্ট্রে নাজেহাল অবস্থায় রয়েছে বাংলাদেশের। স্বাগতিকদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারতে হয়েছে নাজমুল হোসেন শান্তর দলকে। বিশ্বকাপের মূল আসরের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর একটি মঙ্গলবার রাতে।
আগামী পহেলা জুন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আসন্ন এই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে 'ডি' গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ড। তাদের বাধা পেরিয়ে সুপার এইটে যাওয়া বাংলাদেশের জন্য স্বপ্নের মতো।

এখনও পর্যন্ত কোনো বিশ্বকাপেই বাংলাদেশ নক আউট পর্বে যেতে পারেনি। তুলনামূলক অভিজ্ঞ দল হলেও বিশ্বকাপে সাফল্য যেন বাংলাদেশের জন্য সোনার হরিণ হয়ে ধরা দিয়েছে। বাংলাদেশ অধিনায়ক শান্ত মনে করেন ভালো উইকেটে না খেলার কারণে বিশ্ব আসরগুলোতে ভুগতে হয় বাংলাদেশকে।
নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সন্তুষ্ট শান্ত
১৭ মার্চ ২৫
সংবাদ সংস্থা এএফপিকে শান্ত বলেছেন, ‘প্রথমত আমাদের ভালো উইকেটে খেলতে হবে। অনেকেই এটাকে অজুহাত হিসেবে দেখতে পারেন। তবে এটাই বাস্তবতা যে আমরা খুব কম ম্যাচই ভালো উইকেটে খেলি।’
বাংলাদেশের ব্যাটাররা বড় স্ট্রাইক রেটে খেলতে পারেন না। এই অভিযোগ বেশ পুরোনো। অধিনায়ক শান্ত নিজেও স্ট্রাইক রেট নিয়ে ভুগছেন। ১৩০ এর উপরে স্ট্রাইক রেটে ব্যাট করা বাংলাদেশের একমাত্র ব্যাটার তাওহীদ হৃদয়। বাকিরা তার ধারে কাছেও নেই।
শান্ত অবশ্য বড় পরিবর্তনের জন্য সময় চাইছেন। চোখের পলকে সব বদলে ফেলা কঠিন বলেই মনে করেন তিনি। শান্তর ভাষ্য, ‘ছয় মাসের মধ্যে সবকিছু বদলে ফেলা কঠিন। আমরা যদি ভালো উইকেটে এক-দুই বছর খেলতে থাকি, তাহলে স্ট্রাইক রেটের উন্নতি হবে।’