promotional_ad

বিশ্বকাপে হেইডেনের 'ডার্ক হর্স' পাকিস্তান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তান দল এখন ব্যস্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতিতে। কদিন আগেই তারা আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে তারা। তুলনামূলক সেরা ফর্মে না থাকলেও এই পাকিস্তানকেই বিশ্বকাপের 'ডার্ক হর্স' মানছেন ম্যাথু হেইডেন। 


চোটের কারণে ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ছিলেন না নাসিম শাহ। এবার তাকে নিয়েই দল সাজিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে অবসর ভেঙে পাকিস্তানের বোলিং আক্রমণে যুক্ত হয়েছেন মোহাম্মদ আমিরও। বিশেষ করে আমির ও হারিস রউফ দুর্দান্ত ফর্মে রয়েছেন। এ কারণেই পাকিস্তানকে বিশ্বকাপের অন্যতম ফেভারিট ধরছেন তাদের।



promotional_ad

এ প্রসঙ্গে হেইডেন বলেছেন, 'যখন বিশ্বকাপের কথা আসে পাকিস্তান সবসময়ই ডার্ক হর্স। তাদের পেস বোলিং আক্রমণ দুর্দান্ত, সেখানে শাহীন শাহ আফ্রিদি আছে। গত বিশ্বকাপে নাসিম শাহ খেলতে পারেনি। সে দারুণভাবে কামব্যাক করেছে। সেই সঙ্গে মোহাম্মদ আমির ও হারিস রউফ ফর্মে রয়েছে। সব মিলিয়ে পাকিস্তানের বোলিং আক্রমণ অনেক শক্তিশালী।'


শুধু বোলিং আক্রমণ নয় ব্যাটিং লাইন আপের কারণেও প্রতিপক্ষ দলগুলোকে পাকিস্তান দলকে সমীহ করতে হবে। বিশেষ করে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানরা নিজেদের দিনে যেকোনো দলকেই দুমড়ে মুচড়ে দিতে পারেন। তবে বিশ্বকাপে পাকিস্তানের চিন্তার কারণ হতে পারে ফিল্ডিং এমনটাই মনে করেন হেইডেন।


তিনি বলেছেন, 'তাদের সেরা তিন ব্যাটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামান। সবসময়ের মতো তাদের সবচেয়ে বড় চিন্তার কারণ তাদের ফিল্ডিং। আশা করছি এটা এই বছরে তাদের পারফরম্যান্সকে ক্ষতিগ্রস্থ করবেত না। তারা খুবই ভালো দল এবং তারা এমন একটি দল যাদের দিকে নজর রাখতে হবে এই টি-টোয়েন্টি বিশ্বকাপে।'



আগামী ৬ জুন স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাকিস্তান। আগামী ৯ জুন তাদের প্রতিপক্ষ ভারত। আর ১২ জুন তারা কানাডার বিপক্ষে খেলবে। আগামী ১৬ জুন তারা গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে লড়বে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball