শিরোপা জিতে ১২ বছর আগে ফিরে গেলেন নারিন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রংপুরের হয়ে খেলতে আসছেন রাসেল-ওয়ার্নারসহ ৫ বিদেশি
২৯ জানুয়ারি ২৫
১২ বছর আগে প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেছিলেন সুনীল নারিন। সেই আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথমবার শিরোপা জিতেছিলেন এই অলরাউন্ডার। ১২ বছর পর তৃতীয়বারের মতো শিরোপা জিতে কিছুটা আবেগআপ্লুত হয়ে গেছেন ক্যারিবিয়ানদের সাবেক এই ক্রিকেটার।
২০১৪ সালে নিজেদের দ্বিতীয় শিরোপা জিতে কলকাতা। সেই আসরে নারিনও জিতেন নিজের দ্বিতীয় শিরোপা। কিন্তু তারপর দশ বছর শিরোপা জিতেনি কলকাতা। দলটির হয়ে সবগুলো আসরে খেলা নারিনও তাই জিতেননি শিরোপা।

এবার লম্বা সময় পর শিরোপা জিতে তাই কিছুটা আবেগি নারিন। আসরে ১৪ ম্যাচে ১৮০.৭৪ স্ট্রাইক রেটে ৪৮৮ রান করেছেন নারিন। বল হাতে ১৪ ইনিংসে ১৭ উইকেট নেন এই ক্যারিবিয়ান। আসরের টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতে নেন তিনি।
বরুণ-নোমানকে পেছনে ফেলে মাসসেরা ওয়ারিক্যান
১১ ফেব্রুয়ারি ২৫
ম্যাচ শেষে নারিন বলেন, 'ফাইনাল খেলতে মাঠে ঢোকার সময় ২০১২ সালের মতো অনুভূতি হচ্ছিল। সে দিন প্রথম বার চ্যাম্পিয়ন হয়েছিলাম। এ বার হ্যাটট্রিক করলাম। আমি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব উপভোগ করেছি। দলের সাফল্যে অবদান রাখতে পেরে গর্বিত।'
ক্যারিয়ারের প্রথম দুই মৌসুমে গৌতম গম্ভীরের নেতৃত্বে শিরোপা জিতেন নারিন। এবার কলকাতার মেন্টর হিসেবে কাজ করেছেন গম্ভীর। তার অধীনে আবারও শিরোপা জিতেন এই ক্যারিবিয়ান।
নারিন আরও বলেন, 'গম্ভীর বলেছিল, ‘মাঠে নেমে উপভোগ করো। কয়েকটা ম্যাচ জেতানোর চেষ্টা কোরো। আমি গোটা মৌসুমের জন্য বলছি না। কয়েকটা ম্যাচের কথা বলছি।’ যদিও গোটা মৌসুমই আমি ওপেন করলাম। শুরুতে দলকে ভালো শুরু দেওয়ার চেষ্টা করেছি। সেটাই আমার কাজ ছিল। তাতে আমি সফল।'