হতে পারে বাংলাদেশ আমাদের গুরুত্ব দেয়নি: হারমিত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে ১৩ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংস খেলে যুক্তরাষ্ট্রকে জিতিয়েছেন হারমিত সিং। বাংলাদেশের অন্যতম সেরা ডেথ বোলার মুস্তাফিজুর রহমানের ওপর চড়াও হয়েই লক্ষ্য পূরণে সফল হয়েছেন এই অলরাউন্ডার। ১৯তম ওভারের মধ্যে মুস্তাফিজের সব ওভার শেষ হয়ে যাওয়ায় খুশি হয়েছিলেন তিনি। কেননা ম্যাচ জয়ের আত্মবিশ্বাস তখনই এসেছিল তার।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারমিত যখন উইকেটে আসেন, তখন যুক্তরাষ্ট্রের দরকার ছিল ৩১ বলে ৬০ রানের। শেষ চার ওভারে দলটির দরকার ছিল ৫৫ রান। তখনই ঝড় তোলেন হারমিট। কোরি অ্যান্ডারসনও হাত চালান তার সাথে।

মুস্তাফিজের করা ১৭তম ওভারে দুটি ছক্কা হাঁকান হারমিত। সেই ওভারে ১৭ রান নেয় যুক্তরাষ্ট্র। পরের ওভার করেন শরিফুল। সেখান থেকে আসে আরও ১৪ রান। হারমিত সেই ওভারেও একটি করে চার-ছক্কা হাঁকান।
১৯ তম ওভারে মুস্তাফিজ দেন আরও ১৫ রান। ম্যাচ জিততে শেষ ওভারে মাত্র ৯ রান লাগত যুক্তরাষ্ট্রের। একটি করে চার-ছক্কায় মাত্র তিন বলেই সেই লক্ষ্য টপকে যায় যুক্তরাষ্ট্র। এই দুই অলরাউন্ডার অবশ্য বাংলাদেশের ছুঁড়ে দেয়া ১৫৪ রানের লক্ষ্য ১৮ ওভারেই তাড়া করতে চেয়েছিলেন।
১৩ বলে অপরাজিত ৩৩ রান করা হারমিত বলেন, ‘উইকেট যেমন ছিল, তাতে এই রান ১৮তম ওভারে তাড়া করতে পারব বলে ভরসা ছিল। আমরা এমন ধীরগতির উইকেটে খেলতে অভ্যস্ত। বাংলাদেশিদের জন্য হয়তো এটা কঠিন মনে হয়েছে, যে কারণে তারা একটু ধীরে এগিয়েছে। ব্যাটসম্যানদের প্রতি সম্মান জানাই, তারাই আমাদের লড়াইয়ে রেখেছে। যখন আমাদের শেষ ৪ ওভারে ৫০ রান লাগত, তখনো এই রান তাড়া করতে পারব বলে নিজের প্রতি ভরসা ছিল।’
‘আমরা ভেবেছিলাম মুস্তাফিজ বাতাসের বিপরীতে বোলিং করবেন। কিন্তু যখন ওকে দেখেছি বাতাসের দিক থেকে বোলিং করতে, তখন ভেবেছি, অন্য প্রান্ত থেকে কোনো ওভারে ২০ রান নেওয়ার সুযোগ আছে আমাদের। হতে পারে তারা আমাদের গুরুত্ব দেয়নি, অথবা কী হতে পারে, এটা আমি জানি না। তবে মুস্তাফিজের ৪ ওভার শেষ করে দেওয়ায় আমরা শেষ ওভারে ২০ রানও নিতে পারব—এমন বিশ্বাস ছিল আমাদের।’