বয়সের জন্য কেউ আপনাকে ডিসকাউন্ট দেবে না: ধোনি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘ধোনি সবার আগে অনুশীলনে যায়, একদম শেষে মাঠ ছাড়ে’
১ ঘন্টা আগে
বয়স ৪২। কিছুদিন পরই বয়স হয়ে যাবে ৪৩। তবুও আইপিএল খেলে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। মিলিয়ন ডলারের এই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে এখনও অবসর নেননি চেন্নাই সুপার কিংসকে পাঁচবার আইপিএল শিরোপা জেতানো এই তারকা। তার ফিটনেস নিয়ে নানান সময়ে নানান কথা উঠলেও এতদিন ধোনি এ নিয়ে কোনো কথাই বলেননি। অবশেষে ধোনি জানালেন, ফিট থেকেই আইপিএল খেলেছেন তিনি।
আইপিএল ছাড়া ভারতের আর কোনো ঘরোয়া ক্রিকেটে খেলেন না ধোনি। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পর থেকে সারা বছরে কেবল আইপিএলেই দেখা যায় ধোনিকে। এ কারণে আইপিএলে ফিট থাকার জন্যে বাড়তি চেষ্টা থাকে ধোনির।

তিনি বলেন, 'কঠিন ব্যাপারটি হচ্ছে, আমি সারা বছর কোনো ক্রিকেটই খেলি না। তাই আমার ফিট থাকতেই হবে। যখন আমি খেলি, তখন আমাকে তরুণ ক্রিকেটারদের সাথেই খেলতে হয়, যারা ফিট এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। পেশাদার ক্রিকেট এতো সহজ নয়। বয়সের জন্য কেউ আপনাকে ডিসকাউন্ট (ছাড়) দেবে না।'
যেকোনো মূল্যে শ্রেয়াসকে পাঞ্জাবে চেয়েছিলেন পন্টিং
২ ঘন্টা আগে
'আপনি যদি খেলতে চান, আপনাকে অন্য কারো মতোই ফিট হতে হবে। বয়স কখনোই আপনাকে সুবিধা দেবে না। সুতরাং খাদ্যাভ্যাস, ছোটোখাটো অনুশীলন এবং সবকিছুই সেখানে থাকবে। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই, তাই আমার মনোযোগের ঘাটতিও কম।'
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর থেকে মূলত পরিবারকেই সময় দেন ধোনি। এ কারণে কোনো ধরনের ক্রিকেটে দেখা যায় না এই উইকেটরক্ষককে। ঘরে নিজের মতো সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।
ধোনি আরও বলেন, 'যখনই আমি আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেই, আমি আমার পরিবারকেই বেশি সময় দিতে চেয়েছিলাম। একইসাথে আমি মানসিকভাবে সক্রিয় থাকতে চেয়েছিলাম। নিজের জন্য আমার সেই নিবেদনটুকু আছে, আমি চাষাবাদ পছন্দ করি। মোটরবাইক পছন্দ করি। ভালো রকমের গাড়ি পছন্দ করি, এগুলো আমাকে চাপমুক্ত রাখে। আমি যখন চাপে থাকি, তখন গ্যারেজে যাই। দুই ঘণ্টা সেখানে থাকি এবং এরপরই মন ভালো হয়ে যায়।'