পাকিস্তান দলের সঙ্গে যোগ দিলেন কারস্টেন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গত ২৮ অক্টোবর তিন ফরম্যাটের জন্য দুই প্রধান কোচ নিয়োগ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সীমিত ওভারের কোচ হিসেবে নিয়োগ পান গ্যারি কারস্টেন। আর টেস্টের কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয় জেসন গিলেস্পিকে।
এরপর পাকিস্তান দল প্রধান কোচ কারস্টেনকে ছাড়াই আয়ারল্যান্ডে সিরিজ খেলেছে। এই সিরিজে দলের অন্তবর্তীকালীন কোচ হিসেবে ছিলেন আজহার মাহমুদ। পাকিস্তান দল এখন ইংল্যান্ডে। স্বাগতিকদের বিপক্ষে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাবর আজমরা।

এই সিরিজের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন প্রধান কোচ কারস্টেন। বুধবার লিডসে তিনি বাবর-রিজওয়ানদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। বুধবার লিডসেই শুরু হবে পাকিস্তান-ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ। সামাজিক যোগাযোগমাধ্যম কোচের সঙ্গে বাবরদের হাসিমুখের ছবি প্রকাশ করেছে পিসিবি।
সেখানে নতুন কোচের হাতে জার্সি তুলে দিতে দেখা গেছে বাবরকে। সেখানে উপস্থিত ছিলেন সহকারী কোচ মাহমুদ, সিনিয়র ম্যানেজার ও নির্বাচক ওয়াহাব রিয়াজও। মূলত কারস্টেন এতদিন ব্যস্ত ছিলেন গুজরাট টাইটান্সের হয়ে আইপিএলে।
তার দল প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। তাই তিনি ইংল্যান্ড সিরিজেই দলের সঙ্গে যোগ দিতে পেরেছেন। তিনি গুজরাটের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিরিজ শুরুর আগে সোমবার অনুশীলন রয়েছে পাকিস্তানের।
ফলে এদিন থেকেই পাকিস্তান দলের কোচ হিসেবে অনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে কারস্টেনের। পাকিস্তান-ইংল্যান্ডের শেষ তিন ম্যাচ হবে যথাক্রমে ২৫, ২৮ ও ৩০ মে। এই সিরিজ শেষে দুই দলই আসন্ন টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে পাড়ি জমাবে।