আইপিএলের নিয়ম বিশ্বকাপে ভোগাবে কোহলিদের, দাবি ধাওয়ানের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কল্যাণে 'ইমপ্যাক্ট প্লেয়ার' শব্দটি এখন সবার মুখে মুখে। এই নিয়মের কারণে আইপিএলের এবারের আসরে রানবন্যা বইয়ে দিয়েছে দলগুলো। মূলত এই নিয়মের ফলে একজন বাড়তি ব্যাটার নিয়ে খেলার সুযোগ পাচ্ছে প্রতিটি দল।
আর তাতেই বোলারদের নাভিশ্বাস তুলেছেন ব্যাটাররা। শুরুতে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে এই নিয়ম পরীক্ষামূলকভাবে প্রবর্তনের পর আইপিএলেও এই নিয়ম কার্যকর করেছে বিসিসিআই। যার ফল হাতেনাতে পেয়েছে আইপিএলের দলগুলো।

যদিও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে এই নিয়ম না থাকার কারণে বিপাকে পড়তে পারে ভারত। এমনটাই মনে করছেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান। চোটের কারণে আইপিএলের প্রায় পুরো আসর মিস করেছেন এই ওপেনিং ব্যাটার। সম্প্রতি পিটিআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে ধাওয়ান ভারতীয় দলকে নিয়ে কথা বলেছেন।
ধাওয়ান বলেছেন, ‘আমার মনে হয় এ বছর খেলাটাই বদলে গেছে। সে কারণে হরহামেশাই ২৫০ রান হচ্ছে। অবশ্যই (খেলোয়াড়দের) মানসিকতা বদলে গেছে। কিন্তু যখন আপনি বিশ্বকাপে খেলতে যাবেন, সেখানে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নেই। এর প্রভাবটা চোখে পড়বে নিশ্চয়ই। এটা (ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম) অবশ্যই পার্থক্য গড়ে দেবে। এখন দেখার বিষয়, আমরা কীভাবে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেই।’
বিশ্বকাপে ইমপ্যাক্ট প্লেয়ারের কোনো নিয়ম নেই। এ কারণে অনেক ভারতীয় দল বিপাকে পড়তে পারে বলে ধারণা ধাওয়ানের। ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মের কারণে ক্রিকেটারদের মানসিকতা বদলে গেছে। তাদের প্রত্যেকেরই ভাবনায় থাকে লম্বা ব্যাটিং অর্ডারের কথা। এ কারণে তারা নির্ভার হয়ে খেলার সুযোগ পান।
এর ফলে বিশ্বকাপে আইপিএলের মেজাজে ব্যাটিং করা সহজ হবে না বলে দাবি ধাওয়ানের। তার ভাষ্য, ‘ইমপ্যাক্ট প্লেয়ার চালু হওয়ার পর থেকে (খেলোয়াড়দের) মানসিকতা বদলে গেছে। মিডল অর্ডারের একজন ব্যাটসম্যান জানেন, ৮-৯ নম্বর পর্যন্ত ব্যাটসম্যান আছে, সে কারণে তিনি আক্রমণে যেতে পারছেন, আর রানটাও বেশি হচ্ছে।’