বাবর-রিজওয়ান-সাইমকে নিয়ে মালিকের দুই রকমের জুটি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব-বাবর নাকি সাইম-রিজওয়ান! টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে ওপেনিং করবেন কোন জুটি? এমন সমস্যা নিয়ে খানিকটা বিপাকেই পাকিস্তান। যদিও ২০০৯ বিশ্বকাপজয়ীদের সমস্যার সমাধান দিয়েছেন শোয়েব মালিক। পরিস্থিতি বিবেচনায় দুই রকমের ওপেনিং জুটির পরামর্শ দিয়েছেন তারকা এই অলরাউন্ডার।
লম্বা সময় ধরে পাকিস্তানের হয়ে ওপেনিং করে আসছিলেন বাবর ও রিজওয়ান। তবে তাদের দুজনের টি-টোয়েন্টি খেলার ধরণ এবং স্ট্রাইক রেট নিয়ে প্রায়শই সমালোচনা হয়েছে। এদিকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিয়মিত পারফর্ম করায় ওপেনিংয়ের জন্য বিবেচনা করা হয়েছে সাইমকে। তরুণ এই ওপেনার অনেকটা আক্রমণাত্বক ব্যাটিং করে থাকেন।

অনেকের মতে বাবর কিংবা রিজওয়ানের মতো দেখেশুনে ব্যাটিং করাদের সঙ্গে সাইমের মতো কেউ থাকলে পাকিস্তানের জন্য ভালো। সবার চাহিদায় শেষ পর্যন্ত ভাঙতে হয়েছে তাদের দুজনের এই জুটি। তবে এখনও রিজওয়ান কিংবা বাবরের সঙ্গে ভিন্ন ভিন্ন ম্যাচে ওপেন করার সুযোগ পেলেও ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারেননি। কদিন পরই মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ২০ ওভারের বৈশ্বিক মহারণে পাকিস্তানের হয়ে কে ওপেনিং করবেন এমনটা আলোচনা চলছে পাকিস্তানের ক্রিকেটে। উইকেটের ধরণ বিবেচনা করে দুই রকমের ওপেনিং জুটির প্রস্তাব দিয়েছেন মালিক। যেখানে উইকেট হাই স্কোরিং হলে সাইমকে খেলাতে বলছেন তিনি। তবে উইকেট যদি ১৬০ কিংবা ১৭০ রানের হয় তাহলে মালিকের চাওয়া বাবর-রিজওয়ান জুটি।
যুক্তরাষ্ট্রে নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধনের দিনে পাকিস্তানের ওপেনিং জুটি নিয়ে মালিক বলেন, ‘দেখুন, সাইম আইয়ুব উচ্চ ঝুঁকি নিয়ে খেলা একজন খেলোয়াড়। যেকোনো ব্যাটসম্যান, যারা বেশি ঝুঁকি নিয়ে খেলে, তাদের ধারাবাহিক পারফরম্যান্স করার সুযোগ কম। ওর মধ্যে অমিত প্রতিভা আছে।’
‘আপনাকে দেখতে হবে যে হাই স্কোরিং ম্যাচ হয় কি না, যদি সেটাই হয়, সাইম আইয়ুবকে দিয়ে ওপেন করাতে হবে। যদি হাই স্কোরিং ম্যাচ না হয়, তখন এটা কন্ডিশনের ওপর নির্ভর করবে। ম্যাচ যদি হয় ১৬০–১৭০ রানের, তাহলে আমার মনে হয় বাবর ও রিজওয়ানেরই ওপেন করা উচিত।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে ‘এ’ গ্রুপে রয়েছে পাকিস্তান। প্রতিপক্ষ হিসেবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে রয়েছে আয়ারল্যান্ড, কানাডা এবং সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। এদিকে বিশ্বকাপের আগে কোন প্রস্তুতি ম্যাচ খেলবে না গ্যারি কারস্টেনের শিষ্যরা। তবে নিজেদের প্রস্তুত করতে ২২ মে থেকে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন বাবররা।