বৃষ্টির হাত ধরে প্লে-অফে হায়দরাবাদ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হায়দরাবাদে কার্সের বদলি মুল্ডার
৬ মার্চ ২৫
গুজরাট টাইটান্স এবং সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এবারের আইপিএলের ৬৬তম ম্যাচটির আগে বৈরি আবহাওয়ার কারণে টসও মাঠে গড়ায়নি। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়েছে। যার ফলে প্লে-অফ নিশ্চিত হয়েছে সানরাইজার্স হায়দরাবাদের।
ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় বিশেষ কোনও ক্ষতি হয়নি গুজরাটের। শুভমান গিলের দল ১৩ ম্যাচে পাঁচ জয় নিয়ে এই ম্যাচটির আগেই প্লে-অফের রাস্তা থেকে ছিটকে গিয়েছে। এ নিয়ে দ্বিতীয়বার অবশ্য বৃষ্টির কারণে তাদের ম্যাচ পণ্ড হয়েছে। কয়েকদিন আগেই কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বৃষ্টির কারণে মাঠে নামতে পারেনি গুজরাট।

এদিকে এই ম্যাচে প্যাট কামিন্সের হায়দরাবাদ ১৫ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের তিন নম্বরে বসায় বিদায় নিয়েছে দিল্লি ক্যাপিটালস। আসরে ১৪ ম্যাচে সাত জয়ে ঋষভ পান্তের দলের পয়েন্ট ছিল ১৪।
বুমরাহকে ছাড়া খেলা চ্যালেঞ্জ হবে মানছেন জয়াবর্ধনে
১ ঘন্টা আগে
হায়দরাবাদ প্লে-অফে ওঠায় লাভ হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। বর্তমানে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট দলটির। আগামী ১৮ মে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচটি জিতে রানরেটে এগিয়ে থাকতে পারলে শেষ চার নিশ্চিত হবে ফাফ ডু প্লেসির দলের।
রুতুরাজ গায়কোয়াড়ের দল বর্তমানে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে রানরেটেও সুবিধাজনক অবস্থানে আছে (০.৫২৮)। অপরদিকে বিরাট কোহলি-ডু প্লেসিদের দলের রানরেট বর্তমানে ০.৩৮৭। ম্যাচটিতে পরে ব্যাট করলে অন্তত ১৮.১ ওভারের মধ্যে জিততে হবে কোহলিদের। অপরদিকে আগে ব্যাটিং করে যদি তারা ২০০ রান করে, তাহলে অন্তত ১৮ রানে জিততে হবে।
পয়েন্ট টেবিলে বর্তমানে দুইয়ে আছে রাজস্থান রয়্যালস, আর তিনে আছে সানরাইজার্স হায়দরাবাদ। শেষ ম্যাচে পাঞ্জাব কিংসকে হারাতে পারলে দুইয়ে চলে যাবে হায়দরাবাদ, সেক্ষেত্রে তালিকার শীর্ষে থাকা কলকাতার বিপক্ষে অবশ্য হারতে হবে রাজস্থানকে। এই দুটি ম্যাচই ১৯ মে। এদিকে চেন্নাই বেঙ্গালুরুকে হারাতে পারলে এবং রাজস্থান-হায়দরাবাদ তাদের শেষ ম্যাচগুলোতে হারলে দুইয়ে চলে যাবে চেন্নাই।