promotional_ad

১৭০ রানও যথেষ্ঠ নয়, বাবরদের গিয়ার বদলাতে বললেন ইউনিস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। পাকিস্তান দল ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। আয়ারল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে গেছে বাবর আজমের দল। এরপর তারা ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে।


বিশ্বকাপের আগেই খেলারধরনে পাকিস্তানের ক্রিকেটারদের পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন ইউনিস খান। টি-টোয়েন্টি ক্রিকেট এখন অনেকটাই বদলে গেছে। তাই বাবর-রিজওয়ানদেরও আরও আক্রমণাত্মক হওয়ার তাগিদ দিয়েছেন তিনি।



promotional_ad

টি-টোয়েন্টি জিততে হলে ২০০ রানের বেশি প্রয়োজন দলগুলোর। রান বাড়াতে বিশেষ করে মিডল ওভারগুলোতে রান তুলতে হয় বেশি বেশি। তাহলেই কেবল ২০০ রানের লক্ষ্য ছোঁয়া সম্ভব। এমনটা দেখা গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে।


পাওয়ার প্লের পরের ওভারগুলোতে ৮-৯ রান করে রান দেয়ার পরামর্শ দিয়ে বাবর-রিজওয়ানদের প্রতি প্রত্যাশা নিয়ে ইউনিস বলেন, ‘একটি দল ২০০ রান করতে পারলে তবে ম্যাচ বাঁচানোর অবস্থায় যেতে পারে। এখনকার দিনে ১৭০ রান যথেষ্ট নয়।’


বিষয়টি আরও খোলাসা করে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক বলেছেন, ‘বাবর আজম, ফখর জামান ও রিজওয়ানকে (ব্যাটিংয়ে) গিয়ার বদলাতে হবে। এখনকার দিনে রান তুলতে হয় আগের চেয়ে বেশি গতিতে। আক্রমণাত্মকভাবে খেলার দায়িত্বটা খেলোয়াড়দেরই নিতে হবে।’



টি-টোয়েন্টিতে দল হিসেবে নিজেদের এগিয়ে রাখতে ব্যাটরদের যেকোনো পজিশনে ব্যাটিং ও বোলারদের যেকোনো পরিস্থিতিতে বোলিং করার জন্য তৈরি থাকতে হবে। এমনকি অধিনায়কেও 'আউট অব দ্য বক্স' চিন্তা ভাবনা করার পরামর্শ দিয়েছেন তিনি।


এই ভাবনার কথা জানিয়ে ইউনিস বলেছেন, ‘একজন ভালো অধিনায়ক কঠিন সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। আমরা চাই, বাবর সেরা খেলোয়াড়ের পাশাপাশি সেরা অধিনায়কও হয়ে উঠুক। বর্তমান দলের খেলোয়াড়েরা অনেক দিন ধরে একসঙ্গে খেলছে। এখন তাদের বিশ্বকাপে ভালো করার পালা।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball