promotional_ad

রোহিত-কোহলিদের জন্য নতুন কোচ খুঁজছে ভারত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বুমরাহর আর ‘চমক’ নেই, ধারণা ডাকেটের

১২ ঘন্টা আগে
ভারতের টেস্ট জার্সিতে জসপ্রিত বুমরাহ

রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হচ্ছে এ বছরের জুন মাসে। এরপর তিনি আর ভারতের কোচ থাকবেন কিনা সেটা এখনও জানে না বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ভারতীয় ক্রিকেট দলের জন্য নতুন কোচ নেয়ার বিজ্ঞপ্তি দিতে যাচ্ছে তারা।


টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই দায়িত্ব ছাড়ার কথা রয়েছে দ্রাবিড়ের। তিনি আবেদন করতে চাইলে আবারও আবেদন করতে পারবেন। তিনি সরে দাঁড়ালে দেশি তো বটেই, বিদেশি কোচও আনতে পারে বিসিসিআই।



promotional_ad

বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ এ নিয়ে বলেন, 'আমরা আগামী কয়েকদিন আগ্রহী পার্থীদের ডাকব। রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে এসেছে। তিনি যদি আবারও আবেদন করতে চান, তাহলে করতে পারেন। তবে আমরা দীর্ঘমেয়াদি কোচ চাচ্ছি, যে অন্তত তিন বছর আমাদের সঙ্গে থাকতে পারবে।'


তিনি আরও বলেন, 'নতুন কোচ ভারতীয় হবেন না বিদেশি, তা আমার পক্ষে বলা সম্ভব নয়। এটা ঠিক করবে উপদেষ্টা কমিটি। আমরা এই ভাবেই কাজ করি।'


২০০০ সালে ভারতীয় ক্রিকেট দলে প্রথম কোনও বিদেশিকে কোচ করা হয়েছিল। কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল জন রাইটকে। ভারতের ক্রিকেট ইতিহাসে তিনি অন্যতম সেরা কোচ। তার সময়ে অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলি।



এই দুজনের ছত্রছায়ায় ২০০৩ বিশ্বকাপের ফাইনাল খেলে ভারত। রাইট দায়িত্ব ছাড়ার পর কোচ করে আনা হয় অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেলকে (২০০৫ থেকে ২০০৭)। তারপর ভারতের পরবর্তী বিদেশি কোচ ছিলেন গ্যারি কারস্টেন (২০০৮ থেকে ২০১১)। তার অধীনে এবং মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১১ সালে বিশ্বকাপ জিতে ভারত।


২০১০ সালে কারস্টেনের হাত ধরেই ভারত প্রথম বার টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক নম্বর দল হয়েছিল। তারপর ভারতীয় দল??র কোচ হয়েছিলেন ডানকান ফ্লেচার (২০১১ থেকে ২০১৫)। তার ও ধোনির অধীনে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত। সেটাই ভারতের শেষ আইসিসি ট্রফি জয়। এরপর সঞ্জয় বাঙ্গার, অনিল কুম্বলে, রবি শাস্ত্রী, দ্রাবিড়রা ভারতের কোচ হলেও শিরোপা জেতাতে পারেননি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball