আমরা ৫০-৬০ রান কম করেছি: রুতুরাজ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রুতুরাজের বদলি ১৭ বছর বয়সী আয়ুষ
১৪ এপ্রিল ২৫
পাঞ্জাব কিংসের বিপক্ষে ঘরের মাঠে সাত উইকেটের বড় ব্যবধানে হেরেছে চেন্নাই সুপার কিংস। ম্যাচে ২০ ওভারে ১৬২ রান তোলে চেন্নাই। স্কোরবোর্ডে আরও অন্তত ৫০ থেকে ৬০ রান কম হয়ে গেছে বলে মনে করেন রুতুরাজ গায়কোয়াড়।
চেন্নাইয়ের অধিনায়ককেই এ দিন কেবল ছন্দে থাকতে দেখা গিয়েছে। ৪৮ বলে ৬২ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন তিনি। এ দিন একেবারেই ব্যর্থ হয়েছেন চেন্নাইয়ের ইনফর্ম ব্যাটার দুবে। এই ব্যাটার অলরাউন্ডার প্রথম বলে শূন্য রানে ফিরে গেছেন।

ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা সামির রিজভিও খুব বেশি সুবিধা করতে পারেননি। ২৩ বলে মাত্র ২১ রান এসেছে তার ব্যাটে। প্রথম ইনিংসে শিশিরের প্রভাবও ছিল বলে জানিয়েছেন রুতুরাজ। এ কারণে ব্যাটিংয়ে কোনও বাড়তি সুবিধা পায়নি চেন্নাই।
আইপিএল খেলতে বিসিবির কাছে এখনও এনওসি চাননি মুস্তাফিজ
১৪ ঘন্টা আগে
রুতুরাজ বলেন, 'সম্ভবত আমাদের ৫০-৬০ রান কম হয়েছে। পিচের কথা ভেবে আমাদের প্রথমে ব্যাটিং করতে হয়েছিল, পিচ ভালো ছিল না। এটি পরে ভালো (ব্যাটিংয়ের জন্য) হতে শুরু করে, এরপর শিশির এবং ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম– কোনো কিছুই আমাদের সাহায্য করেনি।'
'এমনকি শেষ ম্যাচে যে আমরা ৬০ রানে জিতেছি, সেটিও ছিল আশ্চর্যজনক। আমরা জয় আশা করিনি, কিন্তু ম্যাচের পরিস্থিতি এমনটা সম্ভব করেছে।'
ঘরের মাঠে এই ম্যাচটিতে খেলেননি চেন্নাইয়ের লঙ্কান পেসার মাথিশা পাথিরানা। এই ম্যাচে ছিলেন না আগের ম্যাচে চার উইকেট নেয়া তুষার দেশপান্ডেও। উইকেট নেয়ার মতো দুজন পেসার দলে না থাকায় কিছুটা আফসোসও করেছেন রুতুরাজ।
তিনি আরও বলেন, 'এটাই সত্যিকারের সমস্যা। যেখানে যেখানে আপনি উইকেট নিতে চাইবেন এবং আকস্মিকভাবে কেবল আপনার হাতে উইকেট নেওয়ার মতো দুজন বোলার আছে। এর সঙ্গে শিশিরের কারণে স্পিনাররা লড়াইয়ের বাইরে ছিলেন। তাই নিশ্চিতভাবেই একটি কঠিন দিন গেছে আমাদের, কিন্তু আমাদের সামনে আরও চার ম্যাচ আছে, আমরা এমন অবস্থা কাটিয়ে উঠতে চাই।'