ছক্কা হাঁকিয়ে ‘ক্ষমা’ চাইলেন পান্ত

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ক্রিকেটে বদলির নতুন নিয়ম চালু করল বিসিসিআই

১৭ আগস্ট ২৫
আহত হয়ে মাঠ ছাড়ছেন ঋষভ পান্ত, ফাইল ফটো

আইপিএলে গতরাতে গুজরাট টাইটান্সের বিপক্ষে দারুণ এক জয় পায় দিল্লি ক্যাপিটালস। দলটির হয়ে অসাধারণ খেলেছেন অধিনায়ক ঋষভ পান্ত। ম্যাচে তার একটি ছক্কায় আঘাত পান বিসিসিআইয়ের প্রোডাকশন ক্রুর একজন ক্যামেরাম্যান। ম্যাচ শেষে তার কাছে আন্তরিকভাবে ক্ষমা চান পান্ত।


গুজরাটের বিপক্ষে ৪৩ বলে ৮৮ রানের ঝড়ো ইনিংস খেলেন পান্ত। মোহিত শর্মার করা ইনিংসের শেষ ওভারে চারটি ছক্কা এবং একটি চারসহ মোট ৩০ রান করেন দিল্লি এই অধিনায়ক। সেই ওভারের চতুর্থ ডেলিভারিতে পান্তের ছক্কা একজন ক্যামেরাম্যানকে আঘাত করে।


promotional_ad

পরে তাকে উদ্দেশ্য করে ক্ষমা চেয়ে একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন পান্ত। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হেড কোচ রিকি পন্টিংকে সাথে রেখে ক্ষমা চান পূর্বপরিচিত সেই ক্যামেরাম্যানের কাছে।


আরো পড়ুন

আইপিএলের পর দ্বিতীয় সেরা টুর্নামেন্ট হতে চায় এসএ টোয়েন্টি

১৮ আগস্ট ২৫
এসএ টোয়েন্টি ফটোশ্যুট

পান্ত সেই ব্যক্তিকে বলেন, 'দুঃখিত দেবাশীষ ভাই। আপনাকে আঘাত করার উদ্দেশ্য ছিল না, তবে আমি মনে করি আপনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। শুভকামনা!'


গতরাতের ম্যাচের পান্তের ঝড়ো ইনিংসে চার উইকেটে ২২৪ রান করে দিল্লি। জবাবে শেষ বল পর্যন্ত লড়েও ম্যাচটি জিততে পারেনি গুজরাট। ম্যাচটি তারা হারে মাত্র চার রানে। দারুণ ইনিংস খেলে ম্যাচসেরা হন পান্ত।


পয়েন্ট টেবিলে অবশ্য ভালো অবস্থানে নেই দিল্লি। ৯ ম্যাচে মাত্র চারটি জয় নিয়ে পয়েন্ট তালিকায় ছয় নম্বরে আছে পান্তের দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball