হার্দিককে নিয়ে 'খোঁচাখুঁচি' বাদ দিতে বললেন পোলার্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে ছন্দে নেই মুম্বাই ইন্ডিয়ান্স। ৬ ম্যাচ খেলে মাত্র দুটিতে জয় পেয়েছে তারা। অনেকেই মুম্বাইয়ের এমন পারফরম্যান্সের দায় দিচ্ছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে।
অবশ্য মুম্বাইয়ের ব্যাটিং কোচ কাইরন পোলার্ড অপেক্ষায় আছেন হার্দিকের ছন্দে ফেরার। রবিবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ঘরের মাঠ ওয়াংখেড়েতে ২০ রানে হেরেছে মুম্বাই। দলের হয়ে শেষ ওভার করতে এসে ২৬ রান গুনেছেন হার্দিক।

তার ওপর চড়াও হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। টানা তিন ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। এরপর ব্যাট হাতে ২ রানের বেশি করতে পারেননি এই অলরাউন্ডার। একপ্রান্ত আগলে রেখে রোহিত শর্মা ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলেও জেতাতে পারেননি মুম্বাইকে। এমন পরিস্থিতিতেও হার্দিকের ওপর অগাধ বিশ্বাস আছে পোলার্ডের।
তিনি বলেছেন, ‘এটি তার আত্মবিশ্বাসে প্রভাব ফেলবে কি না, জানি না। সে আত্মবিশ্বাসী মানুষ, এ দলে দারুণ একজন। ক্রিকেটে আপনার ভালো দিন আসবে, খারাপ দিনও আসবে। আমি এমন একজন ব্যক্তিকে দেখছি, যে নিজের স্কিলের উন্নতিতে অনেক খাটছে।’
মুম্বাইয়ের ব্যর্থতার জন্য হার্দিককে লক্ষ্যবস্তু করায় বিরক্ত পোলার্ড। কদিন পরেই ভারতের হয়ে খেলতে দেখা যাবে হার্দিককে। এমন অবস্থায় তার সমালোচনা না করার পরামর্শ দিয়েছেন এই ক্যারিবীয় অলরাউন্ডার। খোঁচাখুঁচি বাদ দিয়ে হার্দিকের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
পোলার্ড বলেন, ‘একজনকে চিহ্নিত করার ব্যাপারটি নিয়ে আমি বিরক্ত। ক্রিকেট দিন শেষে দলীয় খেলা। ছয় সপ্তাহও নেই, এই মানুষটা তার দেশের প্রতিনিধিত্ব করবে। সবাই তখন তাকে উৎসাহ দেবে, সে যাতে ভালো করে সেটি চাইবে। ফলে তাকে উৎসাহ দেওয়ার এখনই সময়। এসব খোঁচাখুঁচি বাদ দিয়ে দেখা উচিত, ভারতের অন্যতম সেরা অলরাউন্ডারের সেরাটি দেখা যায় কি না। সে ব্যাটিং করতে পারে, বোলিং করতে পারে। তার একটা এক্স-ফ্যাক্টর আছে।’