promotional_ad

মুলতানের সহায়তায় ইহসানউল্লাহকে ইংল্যান্ডে পাঠিয়েছে পিসিবি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

২৪ ঘণ্টার মধ্যেই অবসর ভেঙে ক্ষমা চেয়ে ফিরলেন ইহসানউল্লাহ

১৫ জানুয়ারি ২৫
উইকেট উদযাপন করছেন ইহসানউল্লাহ, ফাইল ফটো

কনুইয়ের ইনজুরির চিকিৎসা করাতে ইংল্যান্ডে গেছেন ইহসানউল্লাহ। এই পেসারের ব্যাপারে এমনটাই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত রবিবার দেশ ছেড়েছেন ইহসানউল্লাহ। সোমবার রাতেই চিকিৎসকের পরামর্শ নেবেন তিনি।


কনুইয়ের চোট নিয়ে লম্বা সময় ধরেই ভুগছিলেন ইহসানউল্লাহ। এ কারণে ২০২৩ সালের এশিয়া কাপ খেলতে পারেননি এই পেসার। গত বছরের ওয়ানডে বিশ্বকাপেও পাকিস্তান দলে জায়গা হয়নি তার। এই চোট থেকে মুক্তি পেতেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।



promotional_ad

এ কারণে তাকে ইংল্যান্ডের চিকিৎসক প্রফেসর অ্যাডাম ওয়াটসের কাছে পাঠিয়েছে পিসিবি। শুধু পিসিবি নয়, ইহসানউল্লাহকে চিকিৎসার খরচ বহন করবে পাকিস্তান সুপার লিগে তার দল মুলতান সুলতান্সও। অস্ত্রোপচার লাগবে কিনা সেটি অবশ্য এখনও নিশ্চিত নয়।


আরো পড়ুন

দ্বিতীয় ওয়ানডে থেকে ছিটকে গেলেন চ্যাপম্যান

১৬ ঘন্টা আগে
সেঞ্চুরির পর মার্ক চ্যাপম্যান, এনজেডসি

পিসিবি একটি বিবৃতিতে বলেছে, 'রবিবার সকালে ইহসানউল্লাহ ম্যানচেস্টারের উদ্দেশে যাত্রা করেছে। সোমবার রাতে ইংল্যান্ডে তার একটি এপয়েন্টমেন্ট আছে। প্রফেসর অ্যাডাম ওয়াটস দারুণ একজন অর্থপেডিক সার্জেন, তার কাছ থেকে নিজের কনুইয়ের ব্যাপারে পরামর্শ করবেন ইহসানউল্লাহ।'


'প্রফেসর ওয়াটস হাত, কাঁধ, কনুই, স্পোর্টস ইনজুরি, ট্রমা সার্জারি এবং কব্জির সার্জারির একজন বিশেষজ্ঞ। প্রফেসর ওয়াটস জানানোর পর পিসিবি ইহসানউল্লাহর ব্যাপারে পরবর্তী আপডেট জানাবে।'



পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত একটি ওয়ানডে এবং চারটি টি-টোয়েন্টি খেলেছেন ইহসানউল্লাহ। ২০২৩ সালের এপ্রিলে শেষবার পাকিস্তানের হয়ে খেলার সুযোগ হয় তার। নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলেই ইনজুরিতে পড়ে লম্বা সময় ধরে মাঠের বাইরে তিনি। গত বছরের পিএসএলে অসাধারণ পারফর্ম করেই জাতীয় দলে ডাক পেয়েছিলেন ইহসানউল্লাহ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball