কোহলি-গম্ভীরকে ‘অস্কার’ দিতে বলছেন গাভাস্কার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের ৯৩ বছরের টেস্ট ইতিহাসে ডাবল সেঞ্চুরিতে গিলই প্রথম
৩ জুলাই ২৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের দ্বন্দ্বের কথা সবারই জানা। আইপিএলের বেশ কয়েকটি মৌসুমেই তর্কে জড়াতে দেখা গেছে এই দুজনকে। যদিও এবারের আইপিএলে দুজন দ্বন্দ্বে জড়াননি, বরঞ্চ হাসিমুখে একে অপরের সঙ্গে কথা বলেছেন। যা দেখে তাদের 'অস্কার' দিতে বলছেন সুনীল গাভাস্কার।
গতকাল রাতে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে অনেকটা অন্যরকম এক চিত্র দেখা গেছে। ঘটনাটি ঘটেছে ম্যাচের ‘টাইম আউট’ এর সময়। বেঙ্গালুরুর হয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন কোহলি।

বিরতির সময় সুযোগ পেয়ে মাঠে নামেন কলকাতার ‘মেন্টর’ গম্ভীর। কলকাতার ক্রিকেটারদের সঙ্গে কথা বলছিলেন তিনি। তাকে এগিয়ে আসতে দেখে কোহলিও হাত বাড়িয়ে সামনে যান। তারপর দুজন পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে নিজেদের আলিঙ্গন করেন। এ সময় দুজন হাসিমুখে বাক্যবিনিময়ও করেন।
ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নাও থাকতে পারে আইপিএল-পিএসএলের ফ্র্যাঞ্চাইজি
১৬ ঘন্টা আগে
এই দুজনের আন্তরিকতা দেখে ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী তাদের 'ফেয়ার প্লে' পুরষ্কার দেয়ার কথা বলেন। এই কথার জবাবে গাভাস্কার বলেন, ‘শুধু ফেয়ারপ্লে পুরস্কার না, দুজনকে অস্কার দেয়া উচিত।’
কোহলি-গম্ভীরের পরস্পরকে আলিঙ্গন করার ম্যাচে জিতেছেন গম্ভীরই। কোহলি অবশ্য রান পেয়েছেন। ৫৯ বলে ৮৩ রানের অপরাজিত এক ইনিংসে দলকে ১৮২ রানের পুঁজি এনে দেন দলটির সাবেক এই অধিনায়ক।
তার এমন ইনিংসকে ম্লান করে ১৯ বল এবং ৭ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে যায় কলকাতা। দলটির হয়ে ৩০ বলে ৫০ রান করেন ভেঙ্কাটেশ আইয়ার। এ ছাড়া ২২ বলে ৪৭ রান আসে সুনীল নারিনের ব্যাটে।