পাগলাটে ব্যাপার, বল খালি আকাশে উড়ছিল: কামিন্স

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘সবাই টেস্ট ক্রিকেট এখনও ভালোবাসে’, অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়ে হ্যাজেলউড

২০ ঘন্টা আগে
প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক

যেকোনো স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে দুই দল মিলিয়ে সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি ছক্কা- কী ছিল না সানরাইজার্স হায়দরাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্সের এই ম্যাচে! হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্সের কাছে তাই ম্যাচটি একটু 'বেশিই পাগলাটে'।


গত রাতের ম্যাচে ট্রাভিস হেড, অভিষেক শর্মা, এইডেন মার্করাম এবং হেনরিখ ক্লাসেনের ঝড়ে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রানের সংগ্রহ গড়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে শুরুতেই চাপে ফেলে সানরাইজার্স হায়দরাবাদ। নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে ২৭৭ রান করে তারা।


জবাবে রোহিত শর্মা-ইশান কিশানের শুরুর ঝড়, তিলক ভার্মা ও টিম ডেভিডের ঝড়ো ব্যাটিংয়ে স্বপ্ন দেখলেও সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারেনি মুম্বাই। পাঁচ উইকেটে ২৪৬ রান করে থেমেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।


promotional_ad

ম্যাচ শেষে জয়ী দল হায়দরাবাদ অধিনায়ক কামিন্সের উপলদ্ধি, 'একদম পাগলাটে ব্যাপার। বল খালি আকাশে উড়ছিল। শুধু আমরা না তারাও মারছিলো। তারা যেদিকে চাচ্ছিলো বাউন্ডারি বের করে ফেলছিলো। কিন্তু আমরা শেষটা ভালো করতে পেরেছি।'


আরো পড়ুন

আইপিএলের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে দ্য হান্ড্রেড, দাবি থম্পসনের

১৫ ঘন্টা আগে
দ্য হান্ড্রেড

'সত্যিই দারুণ। আইপিএলে অনেক চাপ নিয়ে খেলতে হয় আবার দারুণ স্বাধীনতাও আছে। আমরা অবশ্যই ২৭০ রানের জন্য খেলিনি কিন্তু ইতিবাচক ও আগ্রাসী থাকতে চেয়েছি। এটা খুব ভালো উইকেট ছিলো। এর থেকে যতটা নিতে পারি সেই লক্ষ্য ছিলো।'


আইপিএলের এই ম্যাচটিতে হয়েছে বেশ কিছু বিশ্বরেকর্ড। এক ইনিংসে সবচেয়ে বেশি রানের আগের রেকর্ডটি এর আগে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দখলে। ২০১৩ সালের আইপিএলে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু করেছিল ২৬৩ রান।


দুই দল মিলিয়ে সবচেয়ে বেশি রানও হয়েছে এই ম্যাচে (৫২৩)। এর আগে ২০১০ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস একই ম্যাচে সম্মিলিতভাবে ৪৬৯ রান করে।


শুধু আইপিএল নয়, যেকোনো টি-টোয়েন্টি ম্যাচ মিলিয়ে এতো বেশি রান হয়েছে এবারই প্রথম। এ ছাড়া এই ম্যাচে দুই দল মিলিয়ে ছক্কা হাঁকিয়েছে ৩৮টি। আইপিএল বা স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার ঘটনা এটিই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball