promotional_ad

চট্টগ্রামের উইকেটে ভবিষ্যতের লাভ দেখছেন মিরাজ

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ভালো উইকেট পেলেও বাংলাদেশের ব্যাটাররা খেই হারিয়েছিলেন। ক্রিকেট বিশেষজ্ঞদের যুক্তি ছিল নিয়মিত স্পোর্টিং উইকেটে খেলার অভ্যাস না থাকায় রান করতে পারেননি নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম কিংবা সাকিব আল হাসানরা। আইসিসির টুর্নামেন্টকে গুরুত্ব দিয়ে সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পোর্টিং উইকেট দেয়ার চেষ্টা করেছে বিসিবি।


চলমান শ্রীলঙ্কা সিরিজেও একই ধরনের উইকেটের দেখা মিলেছে। যেখানে ব্যাটাররা রান পাচ্ছেন, বোলাররা পেস, বাউন্স, ক্যারি করতে পারছেন। চট্টগ্রামে হয়ে যাওয়া শেষ দুই ওয়ানডে তো সেটিরই প্রমাণ। দুটি ম্যাচেই তিনশর কাছে রান হলেও তা অনায়াসে তাড়া করেছেন পরে ব্যাটিং করা দল। এমন উইকেটে খেলায় জেতার চেয়ে স্পিনার কিংবা পেসারদের ৩০০ রান ডিফেন্ড করার অভ্যাস গড়ে তোলা। ব্যাটাররা যাতে তিনশর বেশি রান তাড়া করতে পারেন এমন অভ্যাসও চান মেহেদী হাসান মিরাজ।



promotional_ad

সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘একটা জিনিস খুব ভালো হচ্ছে আমরা ভালো উইকেটে খেলছি। এটা আমাদের জন্য সুবিধা। আমরা সবাই ফলাফল খুঁজি যে জিততে পারছি না বা আমরা হারছি। একটা জিনিস দেখেন আমরা যখন বড় কোনো টুর্নামেন্টে যাই তখন কিন্তু আমাদের ট্রু উইকেটে খেলা হয়। এরকম উইকেটে খেললে কিন্তু আমাদের অভ্যাস ভালো হয় স্পিনারদের জন্য চ্যালেঞ্জ থাকবে, পেসারদের চ্যালেঞ্জ থাকবে। এখানে কীভাবে ৩০০ রান ডিফেন্ড করতে হবে এবং কীভাবে ৩০০+ রান চেইজ করতে হবে।’


এদিকে চট্টগ্রামের উইকেটকে আদর্শ বলছেন মিরাজ। তিনি বলেন, ‘তাহলে আমাদের বড় টুর্নামেন্টে গিয়ে আমাদের ফল আসবে। বিশ্বকাপ, এশিয়া কাপ। কারণ আমাদের তো বিগত দিনের অভিজ্ঞতা সবারই জানা আছে। আমার কাছে মনে হয় এটাই আদর্শ উইকেট। এরকম উইকেটে আমাদের ম্যাচ খেলাটা। যদি এখন থেকে অভ্যাস করতে পারি। ব্যাটাররা বড় রান করতে পারি বোলাররা কীভাবে ডিফেন্ড করতে পারি। এটা করতে পারলে ভবিষ্যতে আমাদের বড় টুর্নামেন্টে আমাদের সাফল্য আসবে।’


পেসারদের দারুণ বোলিংয়ের পর নাজমুল শান্ত, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে প্রথম ওয়ানডেতে দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে পরে ম্যাচে আগে ব্যাটিং করে ২৮৬ রান তুলেও জিততে পারেনি স্বাগতিকরা। পাথুম নিশানকা ও চারিথ আসালাঙ্গা ১৮৫ রানের জুটিতে সিরিজে সমতায় ফেরে শ্রীলঙ্কা।



শেষ ম্যাচে ১৮ মার্চ খেলতে নামবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। যেখানে যারা জিতবে তারাই সি??িজ নিজেদের করে নেবে। সিরিজ জিততে বেশ আত্মবিশ্বাসী মিরাজ। বাংলাদেশের এই অফ স্পিনিং অলরাউন্ডার বলেন, ‘আমরা তো অবশ্যই শতভাগ আশাবাদী। ইনশাল্লাহ আমরা ম্যাচটা জিতব এবং আমরা সিরিজটা জিতব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball