promotional_ad

পুরোপুরি ফিট না হলে দিল্লির নেতৃত্ব হারাবেন পান্ত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ঘরের মাঠে উইকেট মন্থর করে নিজেরাই বিপদে পড়ল লক্ষ্ণৌ

২ এপ্রিল ২৫
লক্ষ্ণৌর বিপক্ষে ম্যাচ হারের পর ঋষভ পান্ত (বামে) ও জহির খান (ডানে), আইপিএল

ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে সুস্থ হয়ে বেশ কিছুদিন আগেই মাঠে ফিরেছেন ঋষভ পান্ত। এবার অপেক্ষার পালা আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মাঠে নামার। পান্ত আইপিএলে নামার আগেই জানা গিয়েছিল, অধিনায়ক হিসেবেই খেলবেন তিনি। যদিও এবার জানা গেল, পুরোপুরি ফিট না হলে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব হারাতে পারেন তিনি।


২০২২ সালের ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় বাজেভাবে আহত হন পান্ত। এরপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। স্বাভাবিকভাবেই খেলেননি কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে। ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্টে সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিলেন পান্ত।


promotional_ad

সবকিছু ঠিক থাকলে লম্বা সময় পর আসন্ন আইপিএলেই তাকে মাঠে দেখা যাওয়ার কথা রয়েছে। জানা গেছে, আসরের শুরুর ভাগে শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলতে দেখা যাবে এই উইকেটরক্ষককে। বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে ইতোমধ্যেই বেশ কয়েকটি অনুশীলন ম্যাচ খেলেছেন তিনি।


আরো পড়ুন

সুপার ওভারে জয়সাওয়ালকে না দেখে অবাক হয়েছেন অক্ষর-স্টার্ক

৯ ঘন্টা আগে
উইকেট নেয়ার পর স্টার্কের সঙ্গে দিল্লি ক্রিকেটারদের উদযাপন, আইপিএল

পান্তের ব্যাপারে দিল্লির হেড কোচ রিকি পন্টিং বলেন, 'এই ব্যাপারে আমাদের বড় সিদ্ধান্তই নিতে হবে। সে যদি ফিট থাকে অবশ্যই সে অধিনায়ক হয়েই মাঠে নামবে। সে যদি পুরোপুরি ফিট না থাকে, তাহলে তাকে আমরা একটি ভিন্ন ভূমিকায় রাখব। তারপর সেখানে আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে।'


'গত দু'সপ্তাহে সে বেশ কিছু অনুশীলন ম্যাচ খেলেছে। এটা আমাদের উৎসাহ দিয়েছে। আমি জানি সে তার ফিটনেস নিয়ে আগের অবস্থানে ফিরে যেতে খুবই কঠোর পরিশ্রম করছে। সে এসব ম্যাচে ফিল্ডিং করেছে। এখন পর্যন্ত ব্যাটিং নিয়ে সে কোনো সমস্যায় পড়েনি। আমি তাকে খেলার মাঠে চাই। দিল্লির কোচ হিসেবে নয় এমনিতেই তাকে আমি খেলতে দেখতে চাই।'


এর আগে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির মালিকদের একজন পার্থ জিন্দাল জানিয়েছিলেন আসন্ন আইপিএলে নিশ্চিতভাবেই নেতৃত্ব দেবেন পান্ত। দলটির উপদেষ্টা সৌরভ গাঙ্গুলিও বলেছিলেন এমনটাই। যদিও হেড কোচ পন্টিংয়ের ভাবনায় আছে ভিন্ন কিছু।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball