promotional_ad

অস্ট্রেলিয়ার দরকার ২০২ রান, কিউইদের প্রয়োজন ৬ উইকেট

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি

৮ এপ্রিল ২৫
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা উইল পুকোভস্কি, ফাইল ফটো

ক্রাইস্টচার্চ টেস্ট জিততে অস্ট্রেলিয়ার প্রয়োজন আরও ২০২ রান। হাতে আছে ছয় উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ম্যাট হেনরি ও বেন সিয়ার্সের তোপে ৭৭ রান তুলতেই চার উইকেট হারিয়েছে সফরকারীরা। আগের দিন দুই উইকেটে ১৩৪ রান করা নিউজিল্যান্ড চার ব্যাটারের হাফ সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে করে ৩৭২ রান।


আগের দিনের করা ৬৫ রানের সঙ্গে আর ৮ রান যোগ করে প্যাভিলিয়নে ফেরেন টম লাথাম। অধিনায়ক প্যাট কামিন্সের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান ৭৩ রান করা লাথাম। তারপর ড্যরিল মিচেলের সঙ্গে ১২৩ রানের জুটি গড়েন রাচিন রবীন্দ্র।


promotional_ad

এই জুটিতে হাফ সেঞ্চুরি তুলে নেন দুজনই। যদিও হাফ সেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি মিচেল। ৯৮ বলে ৫৮ রান করে জস হ্যাজেলউডের বলে তিনিও উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দিয়ে ফেরেন।


আরো পড়ুন

রাচিন-ডাফিকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা আইয়ার

১৫ এপ্রিল ২৫
আইসিসি

এর কয়েক ওভার পর ফিরে যান রাচিন। ১৫৩ বলে ৮২ রান করা এই ব্যাটারকে ফেরান কামিন্স। এবারও উইকেটের পেছনে ক্যাচ লুফে নেন ক্যারি। ২৮৬ রানে নিজেদের পাঁচ নম্বর উইকেট হারায় কিউইরা। তারপর দলটি সাড়ে তিনশ পার করে স্কট কুগেলেইনের ইনিংসে।


৪৯ বলে ৪৪ রান করেন কুগেলেইন। এ ছাড়া গ্লেন ফিলিপস এবং হেনরির ব্যাটে ১৬ রান করে আসে। অস্ট্রেলিয়ার হয়ে ৬২ রান খরচায় চার উইকেট নেন কামিন্স। ৪৯ রান খরচায় তিন উইকেট নেন নাথান লায়ন।


২৭৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের অষ্টম ওভারে স্টিভ স্মিথের উইকেট হারায় অস্ট্রেলিয়া। ২৫ বলে ৯ রান করে হেনরির বলে এলবিডব্লিউ হন তিনি। পরের ওভারে মারনাস ল্যাবুশেনকে (৬) কট এন্ড বোল্ডে তুলে নেন সিয়ার্স।


কিছুক্ষণ পর উসমান খাওয়াজাকে তুলে নেন হেনরি। ২৪ বলে ১১ রান আসে তার ব্যাটে। ১৫তম ওভারে ক্যামেরন গ্রিনকে বোল্ড করেন সিয়ার্স। ২১ বলে পাঁচ রান করে গ্রিন ফিরে গেলে ট্রাভিস হেড এবং মিচেল মার্শ দিনের বাকি সময়টা পার করেন। হেড ১৭ এবং মার্শ ২৭ রানে ব্যাটিংয়ে আছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball