খারাপ খেলিনি, তিনশ'র কাছাকাছি রান করেছি: লিটন

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
পিএসএল থেকে কিছুই আনতে পারিনি, পাওয়ার চেয়ে হারালাম বেশি: লিটন
১৩ এপ্রিল ২৫
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুর ভাগে ব্যাট হাতে একদমই নিষ্প্রভ ছিলেন লিটন দাস। যদিও টুর্নামেন্ট সামনে এগিয়ে যেতে যেতে দারুণভাবে পারফর্ম করা শুরু করেন তিনি। নিজের পরিশ্রম সার্থক হওয়ায় খুবই খুশি লিটন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ফাইনালে তুলে চারশ পূরণ করতে চান দলটির অধিনায়ক।
বিপিএলের প্রথম পাঁচ ম্যাচে মোটে ৩৭ রান আসে লিটনের ব্যাটে। গড় ছিল ৭.৪০। স্ট্রাইক রেট ছিল ৭৫.৪১। যা তার নামের পাশে খুবই বেমানান। তবে সময় গড়ানোর সাথে সাথে ফর্মে ফিরতে শুরু করেন এই ওপেনার।

এখন পর্যন্ত আসরে সেরা দশ রান সংগ্রাহকের একজন লিটন। এই তালিকায় আটে থাকা লিটনের রান ২৪.৩৩ গড়ে ২৯২। ১২ ম্যাচ খেলা লিটনের স্ট্রাইক রেট ১২৬.৯৫। সর্বোচ্চ রান ৮৫। আসরে মোট দুটি হাফ সেঞ্চুরি তার।
প্রথম কোয়ালিফায়ারে নামার আগে নিজের পারফরম্যান্স নিয়ে লিটন বলেন, 'ভালো। খারাপ না। প্রতিটি ব্যাটার প্রতিদিন রান করবে না। এটাই ফ্যাক্ট। খুব যে খারাপ খেলেছি তা না। প্রায় তিনশ রানের কাছাকাছি চলে গেছে। যে ভালো খেলেছে তারা হয়তবা চারশ। বা এরকমই। এখনও ২-৩টি ম্যাচ আছে। দেখা যাক। নিজের পারফরম্যান্সটা যদি করতে পারি তাহলে চারশ পার করার সম্ভাবনা থাকবে।'
টুর্নামেন্টের প্রথম ভাগে রান না পেলেও ভেঙে পড়েননি লিটন। বরাবরই পরিশ্রম করে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। বিশ্বাস ছিল, দ্রুতই ফর্মে ফিরবেন তিনি। শতভাগ ফলাফল না পেলেও ব্যাটে রান আসায় উচ্ছ্বসিত লিটন।
তিনি আরও বলেন, 'আমি আগেও বলেছি যে টুর্নামেন্টটা অনেক লম্বা। এখানে একটা ব্যাটার বলেন বোলার বলেন সবারই একটা সুযোগ থাকে। আপনি ২-৩ টা ম্যাচ খারাপ খেললেও একটা সুযোগ থাকে। আমার কাছে মনে হয় একই জিনিসটাই ছিল। অনুশীলন করেছি। কষ্ট করেছি। ফলাফল বলব না যে একদম শতভাগ পেয়েছি। তবে উন্নতির অনেক জায়গা আছে। আমি সেখানে কাজ করে যাচ্ছি।'