এবার অপমানিত হতে চান না ওয়ার্নার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের এমএলসিতে খেলবেন ওয়ার্নার
১৯ এপ্রিল ২৫
প্রায় ৮ বছর পর নিউজিল্যান্ড সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। সবশেষ ২০১৬ সালে তাসমানপাড়ের প্রতিবেশী দেশে সফর করেছিল দলটি। সেবার কিউই সমর্থকদের 'অশ্লীল ও অপমানজনক' মন্তব্যের শিকার হতে হয়েছিল ডেভিড ওয়ার্নারদের। এবার সেই খারাপ স্মৃতির মুখোমুখি হতে চান না এই বাঁহাতি ব্যাটার।
চলতি বছরের প্রথম দিনই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ওয়ার্নার। এরপর পাকিস্তানের বিপক্ষে নিজের ঘরের মাঠ সিডনিতে বিদায় জানিয়েছেন সাদা পোশাককে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষবারের মত কোনো সিরিজ খেলতে নামবেন তিনি।

অন্য দুই সংস্করণের মত টি-টোয়েন্টিতেও দারুণভাবে বিদায় নিতে পারবেন, এমনটাই প্রত্যাশা ওয়ার্নারের। যদিও শেষবার নিউজিল্যান্ড সফরে দর্শকদের অপমানজনক আচরণের শিকার হতে হয়েছিল তাকে। অবশ্য প্রতিবেশী দেশ হওয়ার ব্যাপারটা স্বাভাবিকভাবেই দেখছেন তিনি।
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি
৮ এপ্রিল ২৫
সমর্থকদের বিরূপ আচরণ নিয়ে ওয়ার্নার বলেন, ‘সত্যি বলতে, এখানে কঠিন বাস্তবতা হল আমরা প্রতিবেশী এবং খেলাধুলায় একে অপরকে হারাতে পছন্দ করি আমরা। সেই দৃষ্টিকোণ থেকে সমর্থকরা আমাদের দিকে তেড়ে আসবে, আর এটাই স্বাভাবিক।’
আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ওয়েলিংটনে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পরের ম্যাচ দুটি যথাক্রমে ২৩ ও ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে অকল্যান্ডে। নিজের শেষ সিরিজে সমর্থকদের কাছ থেকে ব্যক্তিগত আক্রমণের স্বীকার হবেন না, এমনটাই তার প্রত্যাশা। তবে এমন পরিস্থিতির মুখে পরলেও সেটায় কর্ণপাত করতে চান না তিনি।
ওয়ার্নারের ভাষ্য মতে, ‘দর্শকরা ব্যক্তিগত আক্রমণ করেই। তারা যদি এমনটাই করে থাকে, তবে এটা তাদের ব্যাপার। আমি শুধু আমার কাজটা করে যাব। যদি তেমন কিছু শুনতে পাই, তাহলে এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেবো। আমি এখানে খেলা উপভোগই করি।’