নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন স্টইনিস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আবারো অস্ট্রেলিয়া দলে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া স্টইনিস

২ সেপ্টেম্বর ২৫
মার্কাস স্টইনিস, ফাইল ফটো

চলতি বছরের জুন-জুলাইতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে নিউজিল্যান্ডে নিজেদের শেষ টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজে পিঠের চোটের কারণে খেলতে পারবেন না মার্কাস স্টইনিস। তার বদলে আসন্ন সিরিজে ডাক পেয়েছেন অ্যারন হার্ডি।


সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই পিঠের চোটে পড়েন স্টইনিস। গত রোববার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির আগে অনুশীলনের সময় পিঠে টান লাগে তার। যদিও সেই ম্যাচে খেলেছিলেন তিনি। যেখানে ব্যাট হাতে ১৬ রান করার পাশাপাশি বল হাতেও নিয়েছিলেন ৩ উইকেট। কিন্তু তৃতীয় ম্যাচে আর মাঠা নামা হয়নি তার।


promotional_ad

এবার ছিটকে গেলেন নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকেও। তার বদলে দলে জায়গা পেয়েছেন তারই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান সতীর্থ হার্ডি। এখন পর্যন্ত এই অলরাউন্ডার অজিদের হয়ে ৭টি টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে ব্যাট হাতে ১৩.৮০ গড়ে ৬৯ রান করেছেন তিনি। বল হাতে নিয়েছেন ৪টি উইকেট।


ক্যারিবিয়ানদের বিপক্ষে সবশেষ সিরিজের তৃতীয় ম্যাচেও খেলেছিলেন তিনি। স্টইনিসের বদলে একাদশে জায়গা পেয়ে বল হাতে এক উইকেট নেয়ার পর ব্যাট হাতে তুলেছেন ১৬ রান। এদিকে ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম ম্যাচে ম্যাথু ওয়েডকেও পাবে না অজিরা।


তৃতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে চান এই উইকেটরক্ষক ব্যাটার। অবশ্য শেষ দুই ম্যাচে তাকে দলে পাওয়ার আশা করছে দলটি। এদিকে দলটির স্পিন অলরাউন্ডার ম্যাথু শর্ট ভুগছেন হ্যামস্ট্রিংয়ের চোটে। অধিনায়ক মিচেল মার্শের রয়েছে গোড়ালিতে সমস্যা। ফলে তাদের দুজনকে নিয়েও কিছুটা শঙ্কা রয়েছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball