সাকিব ফিরতে পারবে বলেই এখনও মাঠে, বিশ্বাস সালাহউদ্দিনের

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের হয়ে আরো ২ বছর খেলে অবসরে যেতে চান সাকিব
১৬ এপ্রিল ২৫
নিয়মিত অনুশীলন করলেও চোখের সমস্যার কারণে ব্যাটিংয়ে পাওয়া যাচ্ছে না সাকিব আল হাসানকে। ম্যাচ খেললেও তারকা এই অলরাউন্ডার এখন কেবলই একজন স্পিনার। চোখের সমস্যা কাটিয়ে নিজের পুরনো রূপে ফিরতে চেষ্টার কমতি রাখছেন না তিনি। অনেকের ধারণা, অলরাউন্ডার সাকিবকে হয়ত পাওয়া যাবে না আর কখনই। তবে মোহাম্মদ সালাহউদ্দিন বিশ্বাস করেন, সাকিব ফিরতে পারবেন বলেই এখনও মাঠে আছেন।
বিশ্বকাপ থেকে চোখের সমস্যা বয়ে বেড়ানো সাকিব প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছিলেন। যেখানে তার চোখের সমস্যা স্পষ্ট বোঝা যাওয়ার পর চক্ষু বিশেষজ্ঞ দেখাতে সিঙ্গাপুর গিয়েছিলেন। এর আগে লন্ডনেও ডাক্তারের পরামর্শ নিয়েছেন তিনি। যদিও সমাধান পাওয়া যায়নি।

সিঙ্গাপুর থেকে ফিরে নিয়মিত ম্যাচ খেলছেন সাকিব। যদিও কেবলই একজন স্পিনার হিসেবে দেখা যাচ্ছে তাকে। একটি ম্যাচে ব্যাটিং করলেও সেটা একেবারে নিচের দিকে। বিপিএলে সচরাচর এমন জায়গায় ব্যাটিং করতে দেখা যায় না। এই জায়গা থেকে বেরিয়ে আসতে ব্যক্তিগতভাবে অনুশীলন চালিয়ে যাচ্ছেন সাকিব।
শুধু ক্রিকেটারদের দোষ দিয়ে লাভ নেই: সালাহউদ্দিন
৯ ঘন্টা আগে
রংপুরের প্রধান কোচের সঙ্গে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাহউদ্দিনের সঙ্গেও কাজ করেছেন। সালাহউদ্দিন বিশ্বাস করেন, সাকিব ফিরতে পারবে বলেই নিয়মিত অনুশীলন করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন তারা দুজন ক্রিকেট নিয়ে খুব বেশি কথা বলেন না।
সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, ‘আমি আর সাকিব কথা বললে বেশির ভাগ ক্রিকেটের বাইরের কথাই বলি। খুব কম আমরা ক্রিকেট নিয়ে কথা বলি। আমরা সবসময় আমাদের সমস্যা কী আমাদের সমাধান কী সেটা নিয়ে চিন্তা করি বেশি।’
‘ক্রিকেট নিয়ে খুব কম কথা হয়। যে কথাগুলো হয়েছে সেগুলো আসলে আমার ওপেন করা উচিত হবে না। যদি সে না ফিরতে পারে তাহলে ক্রিকেট খেলবে না। সে ফিরতে পারবে বলেই এখনও মাঠে আছে বলে আমি মনে করি।’