ইনজুরি কাটিয়ে সাউথ আফ্রিকা সিরিজেই ফিরছেন উইলিয়ামসন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

উইলিয়ামসন-কনওয়েদের সঙ্গে বোর্ডের ক্যাজুয়াল প্লেয়িং চুক্তি

১৫ সেপ্টেম্বর ২৫
নিউজিল্যান্ড দল, ফাইল ফটো

হ্যামস্ট্রিংয়ের চোটে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ তিনটিতে খেলতে পারেননি কেন উইলিয়ামসন। শঙ্কা ছিল সাউথ আফ্রিকা সিরিজেও হয়ত দেখা যাবে না নিউজিল্যান্ডের অধিনায়ককে। আপাতত সেই শঙ্কা কেটে গেছে খানিকটা। উইলিয়ামসন নিজেই জানিয়েছেন তিনি সুস্থ আছেন এবং দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন।


গত বছরটা চোটের সঙ্গেই লড়াই করেছেন উইলিয়ামসন। প্রথমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হাঁটুর লিগামেন্ট ছিড়ে যায় তার। অপারেশন করে বিশ্বকাপে ফিরে আবারও চোটে পড়েন তিনি। সেখানেও নাজমুল হোসেন শান্তর ছোঁড়া বলে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পান তিনি। এর জন্য কয়েকটি ম্যাচ মিস করতে হয় তাকে।


promotional_ad

চলতি বছরে আবারও চোটে পড়েন ডানহাতি এই ব্যাটার। জানুয়ারি মাসে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলাকালীন চোটে পড়তে হয় তাকে। ফলে সিরিজের শেষ তিন ম্যাচে আর মাঠে নামা হয়নি তার। শঙ্কা ছিলো সাউথ আফ্রিকা সিরিজ নিয়েও। কিন্তু নিজের দলে ফেরার ব্যাপারটা নিশ্চিত করেছেন কিউই ব্যাটার নিজেই।


আরো পড়ুন

নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে চমক

১০ সেপ্টেম্বর ২৫
ফ্লোরা ডেভনশায়ার

সাউথ আফ্রিকা সিরিজে ফেরার ব্যাপারে ক্রিকইনফোকে উইলিয়ামসন বলেন, ‘আমার হ্যামস্ট্রিং এখন ভালো আছে। শেষ দুই সপ্তাহে এটা বেশ ভালোভাবে উন্নতি করেছে। এখন বেশ ভালো লাগছে, এবং আমি দলে ফেরার জন্য ও অনুশীলনে ফেরার জন্য মুখিয়ে আছি।’


এখন পর্যন্ত ৯৬ টেস্টে ৫৪.৩৬ গড়ে ৮ হাজার ২৬৩ রান করেছেন উইলিয়ামসন। তাই দলের এই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পুরোপুরি ফিট হিসেবেই দলে চান কোচ গ্যারি স্টেড। কিছুদিন আগে এমনটাই জানিয়েছিলেন তিনি। উইলিয়ামসন নিজেও তার দলে ফেরা নিয়ে বেশ আত্ববিশ্বাসী।


উইলিয়ামসন বলেন, ‘আবহাওয়া বেশ দারুণ ছিল। অত্যন্ত গরম, তাই আমি আত্মবিশ্বাসী এবং যেমনটা আমি বলেছিলাম যে দলের সাথে ফিরতে পেরে ভালো লাগবে। আর আমি মনে করি যে দলের সকলেই 'টেস্ট দল' হিসেবে ফিরে আসার অপেক্ষায় আছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball