অবসর ভেঙে ফেরার ইঙ্গিত ইমাদ ওয়াসিমের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান এভাবে খেললে দর্শক আগ্রহ হারিয়ে ফেলবে, দাবি ইমাদের
১৪ মার্চ ২৫
পাকিস্তানের ভবিষ্যত পরিকল্পনায় থাকার পরও গত নভেম্বরে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন ইমাদ ওয়াসিম। তবে অবসর নেয়ার মাস দুয়েক পরই নিজের সিদ্ধান্ত বদলের ইঙ্গিত দিয়েছেন তারকা এই অলরাউন্ডার। যদিও ইমাদ জানিয়েছেন, কখনও ফিরবেন না এমনটা ভেবেই অবসর নিয়েছেন।
২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় ইমাদের। একই বছর ওয়ানডে জার্সি গায়ে জড়ান শ্রীলঙ্কার বিপক্ষে। এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে ৫৫টি ওয়ানডে এবং ৬৬ টি-টোয়েন্টি খেলেছেন বাঁহাতি এই স্পিন অলরাউন্ডার। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১১৯ উইকেট নিয়েছেন তিনি।
এ ছাড়া ব্যাট হাতে ১ হাজার ৪৭২ রান করেছেন ইমাদ। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা দলের সদস্য হলেও মাঝে বেশ অনেকদিন জাতীয় দলে ব্রাত্য ছিলেন ৩৫ বছর বয়সি এই ক্রিকেটার। মাঝে ফিরলেও ইমাদের খেলা হয়নি ২০২১ টি-টোয়েন্টি এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। এরপর নভেম্বরে মোহাম্মদ হাফিজের কাছে ভবিষ্যত নিয়ে নিশ্চয়তা পাওয়ার পরও অবসর নেন তিনি।

যদিও দুই মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন ইমাদ। পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত হয়েই সিদ্ধান্ত নিয়েছিলাম। দিন শেষে এটা আমারই সিদ্ধান্ত। কিন্তু আপনি কখনো জানেন না, পাকিস্তানের কখন আপনাকে প্রয়োজন হবে। মানসিক দিক থেকে আমি সঠিক অবস্থায় ছিলাম না। যদি থাকতাম, আমি এমন সিদ্ধান্ত নিতাম না। এটা জীবন, আর জীবনে সবকিছুই হতে পারে। তবে আমি কখনো ফিরব না, এটা ভেবেই অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এটা অনেক বড় পদক্ষেপ। আমি নিশ্চিত নই, জীবন আমার জন্য কী রেখেছে।’
নারী বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে যা করতে হবে
১৮ এপ্রিল ২৫
অবসর নেয়াকে দোষের কিছু দেখছেন না ইমাদ। তিনি মনে করেন, সামনে আরও ভালো কিছু হবে। ইমাদ বলেন, ‘অবসর নেওয়া দোষের কিছু নয়। মানসিকভাবে পুরোপুরি না থাকাটাও দোষের কিছু নয়। আমি সব জায়গায় ক্রিকেট খেলে যাচ্ছি। অবসরের আগেও খেলতাম। আশা করছি, সামনে ভালো কিছু হবে।’
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি খেলছেন ইমাদ। জাতীয় দল থেকে অবসর নিলেও বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছেন তিনি। এখনও লিগগুলোতে ব্যাপক চাহিদা আছে পাকিস্তানের সাবেক অলরাউন্ডারের। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিয়মিত খেলার অভিজ্ঞতা থাকায় ওয়েস্ট ইন্ডিজের উইকেট নিয়ে বেশ ভালো ধারণা আছে ইমাদের।
সবশেষ সিপিএলে ব্যাটে-বলে আলো ছড়ানোয় জুনে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে জায়গা পাওয়ার সুযোগ থাকছে তার। যদিও সেটার জন্য আগে তাকে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হবে। পাকিস্তানের হয়ে খেলতে অবশ্য আপত্তি নেই ইমাদের। তবে নিজের ভূমিকা নিয়ে স্পষ্ট ধারণা চান তিনি।
ইমাদ বলেন, ‘আমি আমার ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা চাই। এটা আমাকে দায়িত্ব দেয়ার বিষয়, একজন অধিনায়ক হিসেবেই নয়, সিনিয়র খেলোয়াড় হিসেবেও। দলকে আমি যেখানে নিয়ে যেতে চাই, সেখানে নেওয়ার দায়িত্ব দেয়া হোক, সিনিয়র খেলোয়াড়েরা দলকে কোথায় নিয়ে যেতে চায়। পাকিস্তান সঠিক ক্রিকেট খেলুক, এটাই আমি চাই, ঠিক সমন্বয় আর ঠিক কৌশলে খেলুক।’