হাসপাতালে বিপদমুক্ত মায়াঙ্ক আগারওয়াল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের চাকরি হারিয়ে কলকাতায় অভিষেক নায়ার
১৯ এপ্রিল ২৫
বিমানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মায়াঙ্ক আগারওয়াল। একসময়ের ভারতীয় দলের নিয়মিত এই টেস্ট ওপেনার রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে যাওয়ার উদ্দেশে বিমানে উঠে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন।
ফলে আগরতলার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে আগারওয়ালকে। রঞ্জি দল কর্ণাটকের এই অধিনায়ক বিমানে একটি বোতল থেকে পানীয় পান করেন। এরপরই তার পেটে ব্যথা, গলায় ও মুখে জ্বালাপোড়া শুরু হয়েছিল।

রঞ্জি ট্রফিতে আগামী ২ ফেব্রুয়ারি থেকে রেলওয়ের বিপক্ষে খেলবে কর্ণাটক। সেই ম্যাচটি খেলতেই গত মঙ্গলবার সন্ধ্যায় আগরতলা থেকে বিমানে চড়ে দিল্লি হয়ে সুরাটে যাচ্ছিল পুরো কর্ণাটক দল।
বিমানে অনেক বেশি বমি করার পর আগারওয়ালকে জরুরি ভিত্তিতে বিমান থেকে নামিয়ে দেয়া হয়। তারপর তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়। যদিও দলটির বাকি সদস্যরা চলে যান গন্তব্যস্থলে। রঞ্জি ট্রফির চলতি আসরে এখন পর্যন্ত দুটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করা আগারওয়াল রেলওয়ের বিপক্ষে ম্যাচটি খেলবেন না।
কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেএসসিএ) পুরো ঘটনায় দুঃখ প্রকাশ করে। তাদের সভাপতি রাঘুরাম ভাটের ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ জানায়, ৩২ বছর বয়সী আগারওয়াল সম্পূর্ণ বিপদমুক্ত আছেন।
জানা গেছে দ্রুতই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে আগারওয়ালকে। এরপর তিনি বেঙ্গালুরুতে ফিরে যাবেন এবং স্থানীয় চিকিৎসকদের পরামর্শ নেবেন। ভারতের হয়ে ২১ টেস্ট এবং ৫টি ওয়ানডে খেলেছেন এই ওপেনার।